ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইমরান খানকে মোদির শুভেচ্ছা

প্রকাশিত: ০৬:২৩, ১ আগস্ট ২০১৮

ইমরান খানকে মোদির শুভেচ্ছা

পাকিস্তানের নির্বাচনে বিজয়ী ইমরান খানকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সোমবার ইমরান খানকে ফোন করেন নরেন্দ্র মোদি। এ সময় দুই নেতা সংলাপের মাধ্যমে সংঘাতের পথ পরিহারের ওপর গুরুত্ব আরোপ করেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভির। টেলিফোনে মোদি বলেন, ভারত প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক চায়। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে যৌথ কৌশল প্রণয়নের আহ্বান জানান তিনি। এ সময় ইমরান খান বলেন, দুই দেশকেই সংঘাত নিরসনে সংলাপের পথে এগোতে হবে। যুদ্ধ কেবল দুঃখজনক ঘটনার জন্ম দেয় বলে তিনি মন্তব্য করেন। গত ২৫ জুলাইয়ের সংসদ নির্বাচনে বেশি আসন পাওয়ার পর এক ভাষণে ইমরান খান প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার ইঙ্গিত দেন। তখন তিনি বলেছিলেন, ভারত এক পা এগোলে পাকিস্তান দুই পা এগোবে। পাকিস্তানের সংসদ নির্বাচনে ১১৫ আসন পেয়ে ইমরান খানের পিটিআই জয়লাভ করেছে। তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দলটি এখন সরকার গঠনের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। ১৪ আগস্টের আগেই ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে পিটিআই ঘোষণা করেছে।
×