ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৮

প্রকাশিত: ০৫:৫৭, ১৬ নভেম্বর ২০১৭

রাশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৮

রাশিয়ার পূর্বাঞ্চলীয় খাবারোভস্ক অঞ্চলে দুই ইঞ্জিনের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে আট আরোহী নিহত হয়েছেন। বুধবার ওই অঞ্চলের নেলকান বিমানবন্দরের দুই কিলোমিটার দূরে যাত্রীবাহী ওই বিমানটি বিধ্বস্ত হয় বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা তাস। খাবারোভস্কের প্রশাসনিক কেন্দ্র থেকে রওনা হওয়া বিমানটিতে দুই পাইলট ও সাত যাত্রী ছিল বলে তাসের প্রতিবেদনে বলা হয়েছে। নেলকান গ্রাম প্রশাসনের কর্মকর্তা ভেরা শুলিয়তেভা বলেছেন, আট যাত্রী নিহত হলেও একটি শিশু প্রাণে বেঁচে গেছে। গুরুতর আহত তিন বছর বয়সী ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিমানটির ধ্বংসস্তূপ থেকে ছয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক প্রতিবেদনগুলোতে ছয়জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। জলবায়ু আলোচনায় নেতৃত্ব দেবেন মেরকেল ও ম্যাক্রোঁ জাতিসংঘের উদ্যোগে জলবায়ু শীর্ষ বৈঠককে নতুন করে চাঙ্গা করে তোলার জন্য কূটনৈতিক দায়িত্বে নেতৃত্বে দেবে ফ্রান্স ও জার্মানি। বনে বুধবার অনুষ্ঠিত জলবায়ু আলোচনায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পৃথিবীর জন্য জলবায়ু ঝুঁকি সমাধানের এ পরিকল্পনা থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর জলবায়ু শীর্ষ বৈঠক অনিশ্চিত হয়ে পড়লে বুধবার বিশ্বের অবশিষ্ট রাষ্ট্রগুলোর সমন্বয়ে অনুষ্ঠিত হয় এ শীর্ষ বৈঠক। খবর এএফপির। প্যারিস এগ্রিমেন্ট থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র এক প্রতিনিধি দল পাঠিয়েছে বন আলোচনায়। জ্বলন্ত কয়লা, তেল ও গ্যাস থেকে নির্গত পৃথিবী উত্তপ্তকরণ গ্রিন হাউস গ্যস হ্রাসে চুক্তি মেনে চলার নিয়ম নীতি বিষয়ে অবহিত হওয়ায় দায়িত্ব দিয়ে পাঠানো হয় মার্কিন প্রতিনিধি দলকে।
×