ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১

ব্রাজিলে 'বিফ বিকিনি' প্রতিবাদ

প্রকাশিত: ১৮:৪৪, ১৩ নভেম্বর ২০১৭

ব্রাজিলে 'বিফ বিকিনি' প্রতিবাদ

অনলাইন ডেস্ক ॥ যৌন হেনস্তা ও ধর্ষণের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের নারীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়ে এসেছেন। কেউ নগ্ন হয়ে রাস্তায় নেমেছেন, আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে মি টু (#MeToo) হ্যাশট্যাগে যৌন নির্যাতনের কথা তুলে ধরেছেন। কিন্তু ব্রাজিলে মিস বুমবুম প্রতিযোগিতার মঞ্চে যৌন হেনস্তার প্রতিবাদে মডেলরা বেছে নিলেন অভিনব পোশাক। গরুর মাংস দিয়ে তৈরি বিকিনি পরে মঞ্চে উঠলেন তারা। এভাবে পোশাকের মাধ্যমে জানাতে চাইলেন, নারীরা কেকলই মাংস পিণ্ড নন। বরং রক্ত-মাংসের শরীরের বাইরে তাদের আবেগ, অনুভূতি, ভালবাসা রয়েছে। তাই তাদের শুধু 'ভোগ্য' ভাবা বন্ধ হোক। ৫০ কেজি মাংস দিয়ে তৈরি ওই পোশাক পরে মেকআপ নিয়ে শুট করতে আট ঘণ্টা পরিশ্রম করতে হয়েছে হট অ্যান্ড সিজলিং মডেলদের। প্রতি বছর মিস বুমবুম প্রতিযোগিতায় নিজেদের শরীর প্রদর্শনের মধ্য দিয়ে সমাজকে বিশেষ বার্তা দেওয়ার কথা বলা হয়। এক্ষেত্রে প্রতিযোগীদেরই বিষয় বেছে নিতে হয়। গত বছর প্রতিযোগীরা সম্মিলিতভাবে বিকিনির মধ্য দিয়ে ফুটিয়ে তোলেন যীশু খ্রিস্টের 'হোলি সাপার'-এর দৃশ্য। জানা গেছে, ২০১০ সালে একটি সঙ্গীত অনুষ্ঠানের পুরস্কার বিতরণীতে এমন পোশাক পরেছিলেন পপস্টার লেডি গাগা। তার থেকে অনুপ্রাণিত হয়ে মিস বুমবুম প্রতিযোগীদের এই বিকিনি প্রতিবাদ। আর এর মধ্য দিয়ে তারা পৌঁছে গেছেন সপ্তম মিস বুমবুম ব্রাজিলের ফাইনাল রাউন্ডে। সূত্র: এনডিটিভি।
×