ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

উপকূল জুড়ে থেমে থেমে ঝড়ো হাওয়া, উত্তাল সাগর

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১২:৫৭, ২৬ মে ২০২৪

উপকূল জুড়ে থেমে থেমে ঝড়ো হাওয়া, উত্তাল সাগর

কলাপাড়া উপকূল।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল ১০ নম্বর মহাবিপদ সংকেত- এমন খবরে কলাপাড়া উপকূল জুড়ে মানুষের মাঝে বিরাজ করছে অজানা আতঙ্ক। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রিমেল ক্রমশ উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। 

এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। বাতাসের চাপ অনেকটা বেড়েছে। সকাল থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে।  উপকূলীয় এলাকা দিয়ে যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।  

এছাড়া স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে পাঁচ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। তাই পায়রা সমুদ্র বন্দরকে ১০ নাম্বার মহা বিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস। রিমেল মোকাবেলায় কলাপাড়ায় ১৭৫ টি আশ্রয় কেন্দ্র এবং ২০টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে।  

রবিবার বেলা ১১ টা পর্যন্ত এসব আশ্রয় কেন্দ্রে পাঁচ হাজার ১২২ জন মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন বলে উপজেলা নির্বাহী অফিসার মো রবিউল ইসলাম নিশ্চিত করেছেন।

 এসআর

×