ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১

কলকাতায় হোটেলে আগুন, নিহত ২

প্রকাশিত: ১৯:৪৫, ৩০ মার্চ ২০১৭

কলকাতায় হোটেলে আগুন, নিহত ২

অনলাইন ডেস্ক ॥ কলকাতার হো চি মিন সরণীর হেটেলে অগ্নিকান্ডের ঘটনায় নিহত হয়েছেন দুই অতিথি। বুধবার দিবাগত রাত ২.৫৫ মিনিট নাগাদ গোল্ডেন পার্ক হোটেলের একতলায় রান্না ঘরে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়লে শ্বাসরুদ্ধ হয়ে নিহত হন গুপ্তা ও অনুপ আগরওয়াল নামের দুই ব্যাক্তি। তারা দু'জনই ভারতের উড়িষ্যার বাসিন্দা। জানা যায়, হোটেলটি সেন্ট্রাল এসি হওয়ার কারণে আগুন লাগার পরপরই গোটা হোটেলটি ধোঁয়ায় ভরে যায়। প্রাণ বাঁচাতে অনেকেই জানালা দিয়ে ঝাঁপ দেন। ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি, পৌঁছায় দুর্যোগ মোকাবিলা দলও। পরে হোটেলের জানালা ভেঙে ভেতরে আটকে পড়া ৩১ জনকে উদ্ধার করা হয়। এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হোটেলের ২৯টি কক্ষে অতিথিরা ছিল। ধোঁয়ায় হোটেলের অতিথি ও কর্মীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের উদ্ধার করে। আহতদের উদ্ধার করে এসএসকেএম সহ কয়েকটি হাসপাতালে ভর্তি করানো হয়। বাকি অতিথিদের পাশের একটি হোটেলে রাখা হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা না গেলেও প্রাথমিক তদন্তের পুলিশ জানিয়েছে, ওই হোটেলটিতে অগ্নিসুরক্ষা বিধি মানা হয়নি। এমনকি রান্না ঘরে গ্যাস সিলিন্ডার মজুদ রাখার নিয়মও মানা হয়নি। আগুন লাগার আসল কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, হোটেলটিতে অগ্নিসুরক্ষা বিধি মানা হয়নি। এমনকি রান্না ঘরে গ্যাস সিলিন্ডার মজুদ রাখার নিয়মও মানা হয়নি।
×