ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

অন্যরকম

প্রকাশিত: ০৭:১৪, ১৪ জানুয়ারি ২০১৭

অন্যরকম

শূকরের খাঁচায় মাকে রাখা! চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংজি প্রদেশে ইয়াং (৯২) নামের ক্ষীণ শরীরের এক বৃদ্ধাকে শূকরের খোঁয়াড়ের ভেতর বন্দী করে রেখেছে তার ছেলে ও ছেলের বউ। বছরের পর বছর ধরে তাকে এভাবে বন্দী থেকে ১০ বর্গমিটার সেলের ভেতর কাঠের বেঞ্চিতে ঘুমাতে হয়। সাম্প্রতিক মাসগুলোতে দেশটির একটি অংশের মধ্যে বৃদ্ধ বাবা-মায়ের প্রতি অবহেলার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ সমালোচনা স্থান পাচ্ছে। -বিবিসি ধার নম্বরে পাস! পরীক্ষায় পাস করা প্রত্যেক পরীক্ষার্থীর কাছেই একটি চিন্তার বিষয়। এই চাপ কমাতে চীনের একটি স্কুল শিক্ষার্থীদের নম্বর ধার দেয়ার পদ্ধতি চালু করেছে। স্কুল কর্তৃপক্ষের ভাষ্য, এই পদ্ধতির কারণে শিক্ষার্থীরা একদিকে যেমন পরীক্ষায় পাস করতে পারবে, অন্যদিকে পরবর্তী প?রীক্ষায় ধার নেয়া নম্বর শোধ দিতে লেখাপড়ায় আরও মনোযোগী হবে। চীনের শিক্ষাব্যবস্থা এখনও অধিক চাপের পরীক্ষা ব্যবস্থার ওপর নির্ভরশীল। এমন অবস্থায় দেশটির চিয়াংসু প্রদেশের নানচিং শহরে অবস্থিত নানচিং নাম্বার ওয়ান হাইস্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নম্বর ধার দেয়ার পদ্ধতি চালু করেছে। -গার্ডিয়ান
×