ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আইসিসি থেকে বেরিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ০৬:১৮, ২২ অক্টোবর ২০১৬

আইসিসি থেকে বেরিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে বেরিয়ে যাওয়ার জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। মিডিয়া এ কথা বলেছে। খবর বিবিসির। সংবাদ মাধ্যম বলেছে, কূটনীতিকরা আফ্রিকান দেশগুলোর বিরুদ্ধে আইসিসির বৈষম্যের অভিযোগ এনে বলেছেন, তারা এ উদ্যোগের কথা জাতিসংঘকে অবহিত করেছেন। দক্ষিণ আফ্রিকা গত বছর সুদানি প্রেসিডেন্ট ওমর আল বশিরকে গ্রেফতার করতে অস্বীকৃতি জানায়। আইসিসি ওমর আল বশিরকে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে খুঁজছে। তিনি এখন জোহান্সেবার্গে আফ্রিকান ইউনিয়ন শীর্ষ বৈঠকে অংশগ্রহণ করছিলেন। বশির সুদানের গোলযোগপূর্ণ দারফুর অঞ্চলে নৃশংসতা চালিছেন বলে যে অভিযোগ রয়েছে তা অস্বীকার করে আসছেন। কয়েকটি মিডিয়া বলেছে, দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী স্বাক্ষরিত প্রত্যাহার দলিলের একটি অনুলিপি তাদের কাছে রয়েছে।
×