ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সেপ্টেম্বরে রেকর্ড ১৫ কোটি ৪০ লাখ ডলার অনুদান পেয়েছেন হিলারি

প্রকাশিত: ০৫:৪৩, ৩ অক্টোবর ২০১৬

সেপ্টেম্বরে রেকর্ড  ১৫ কোটি ৪০ লাখ  ডলার অনুদান পেয়েছেন হিলারি

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন শনিবার জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে তিনি রেকর্ড পরিমাণ অনুদান পেয়েছেন। যার পরিমাণ ১৫ কোটি ৪০ লাখ ডলার। হোয়াইট হাউসের প্রার্থিতা দৌড়ে রিপাবলিকান পার্টির প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তিনি এ সফলতা পান। খবর এএফপির। হিলারি আগস্ট মাসে ১৪ কোটি ৩০ লাখ ডলার অনুদান পেয়েছেন। ট্রাম্প পেয়েছিলেন মাত্র ৯ কোটি ডলার। ৮ নবেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুদানের অর্থ হিলারির নির্বাচনী প্রচার শিবির ও ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে। ব্যক্তিগতভাবে মার্কিন নাগরিকরা সাধারণ নির্বাচনের প্রার্থীকে দুই হাজার ৭০০ ডলার অনুদান দিতে পারে। এর বেশি হলে যে কোন প্রার্থীকে পার্লামেন্ট কমিটির কাছে সাক্ষ্য দিতে হয়। হিলারি ও তার ডেমোক্র্যাটিক জোট অক্টোবর মাস প্রচার যুদ্ধ চালাতে টিভি, রেডিও ও ইন্টারনেটে বিজ্ঞাপন বাবদ খরচ করবেন ১৫ কোটি ডলার। হিলারির নির্বাচনী প্রচার শিবির জানায়, নয় লাখেরও বেশি লোক সেপ্টেম্বর মাসে এবং নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৬ লাখ লোক অনুদান দিয়েছে। তবে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির সেপ্টেম্বর মাসের কোন অনুদানের কথা প্রকাশ করেনি। সেপ্টেম্বর মাসের শুরুতে ট্রাম্প জানিয়েছেন, তিনি হোয়াইট হাউসে যাওয়ার নির্বচনী দৌড়ে নিজের প্রায় ৬ কোটি ডলার খরচ করেছেন। জুন থেকে আগস্ট মাসে ট্রাম্প ২১ লাখ লোকের কাছ থেকে অনুদান পেয়েছেন। গত সপ্তাহের প্রথম বড় ধরনের বিতর্ক অনুষ্ঠানের ঠিক ২৪ ঘণ্টা পর ১৮ ডলার অনুদান পান বলে জানিয়েছেন ট্রাম্প।
×