ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে ভারতের ‘দমনপীড়ন’ বন্ধ করুন ॥ মালালা

প্রকাশিত: ০৫:৫৬, ৯ সেপ্টেম্বর ২০১৬

কাশ্মীরে ভারতের ‘দমনপীড়ন’ বন্ধ করুন ॥ মালালা

শান্তিতে নোবেল পুরস্কার জয়ী পাকিস্তানী কিশোরী মালালা ইউসুফজাই জাতিসংঘকে অনুরোধ করেছেন যে, কাশ্মীরে হস্তক্ষেপ করে ভারতের দমনপীড়ন ও অত্যাচার বন্ধ করার ব্যবস্থা করতে। খবর ওয়েবসাইটের। কাশ্মীর ইস্যুতে মালালা জানিয়েছেন, কাশ্মীরে শান্তি ফেরাতে জাতিসংঘ, আন্তর্জাতিক মহল ও পাকিস্তানকে একত্রে কাজ করতে হবে। তিনি বলেন, অন্য সব মানুষের মতো, কাশ্মীরীদেরও সাধারণ মানবাধিকার প্রাপ্য। ভয় ও নির্যাতনমুক্ত হয়ে তাদের জীবনযাপন করা উচিত। তাই জাতিসংঘ, আন্তর্জাতিক সমাজ, ভারত ও পাকিস্তানের কাছে তার অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব, একসঙ্গে কাজ করে কাশ্মীরীদের প্রতি অন্যায় বন্ধ করুন। যাতে তারা সম্মানের সঙ্গে স্বাধীনভাবে বাঁচতে পারেন। মালালার আরও বক্তব্য, সব কাশ্মীরী ভাইবোনই তার হৃদয়ের অত্যন্ত ঘনিষ্ঠ। তাই তিনি তাদের পাশে দাঁড়াচ্ছেন। যেভাবে কাশ্মীরে সাম্প্রতিক বিক্ষোভে অনেকে হতাহত হয়েছেন, সেই প্রসঙ্গও তুলেছেন তিনি।
×