ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাক্কার কাছাকাছি পৌঁছেছে সিরীয় যোদ্ধারা

প্রকাশিত: ০৩:৫৫, ২৮ মে ২০১৬

রাক্কার কাছাকাছি পৌঁছেছে সিরীয় যোদ্ধারা

কমান্ডোরা ইসলামিক স্টেটের (আইএস) রাজধানী রাক্কার দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সিরীয় যোদ্ধাদের সঙ্গে কাজ করছে। খবর নিউইয়র্ক টাইমস অনলাইনের। মার্কিন স্পেশাল অপারেশন বাহিনীও সিরীয় কুর্দি ও আরব যোদ্ধারা এ সপ্তাহে আইএস ঘাঁটি রাক্কার কাছাকাছি এসে পৌঁছেছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা দৃঢ়তা প্রকাশ করে বলেছেন যে, ফাতিসাহ গ্রামে গৃহীত বৃহস্পতিবার প্রকাশিত এক এএফপির ফটোগ্রাফারের আলোকচিত্রে দেখা যায়, মার্কিন কমান্ডোরা ছদ্মবেশী পোশাকে রাক্কার উত্তরে আইএসের বিরুদ্ধে সিরীয় ডেমোক্র্যাটিক ফোর্সের অভিযানে তাদের সহায়তা করছে। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে বলেছে, তাদের প্রায় ২শ’ কমান্ডো ও সহায়ক বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে স্থলে দায়িত্ব পালন করছে। যেখানে তারা সিরীয় আরব ও কুর্দি যোদ্ধাদের সঙ্গে কাজ করছে এবং আরও ১শ’ কমান্ডো পাঠানো হচ্ছে। তারা পথে রয়েছে। পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, আমেরিকান সৈন্যরা স্থলে লড়াইয়ে কোন ভূমিকা নিচ্ছে না। এক সিরীয় মিলিশিয়া কমান্ডার আলোকচিত্র গ্রাহককে বলেছেন, আমেরিকান সৈন্যরা ঐ গ্রামে বোমা পেতে রাখা একটি গাড়ি ধ্বংসের জন্য এক বাড়ির ছাদ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
×