ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

সিডনিতে কমিউনিটি সংবাদে অবদানের স্বীকৃতি পেল ‘সিডনি প্রতিদিন’

প্রকাশিত: ১৯:০৬, ২৬ মে ২০২৪

সিডনিতে কমিউনিটি সংবাদে অবদানের স্বীকৃতি পেল ‘সিডনি প্রতিদিন’

সম্মানসূচক ক্রেস্ট ও সার্টফিকেট তুলে দেওয়া হয়।

সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া (সিসিএ) আয়োজিত ঐতিহ্যবাহী মেজবানি অনুষ্ঠানে মিডিয়া পার্টনার সিডনি থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল সিডনি প্রতিদিনের সম্পাদক নাইম আবদুল্লাহর হাতে সম্মানসূচক ক্রেস্ট ও সার্টফিকেট তুলে দেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাদীয়া হক ও সদস্য সৈয়দ আকরাম উল্লাহ। এই সময় তারা কমিউনিটি নিউজে বিশেষ অবদানের কথা স্মরণ করে ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। 

সিডনির মিন্টোতে রবিবার (২৬ মে) বিকাল ৫টায় শুরু হয়ে মেজবান চলে মধ্যরাত পর্যন্ত। মেজবান এর বিশেষ আকর্ষণ ছিল চট্টগ্রামের ট্রাডিশনাল মেজবানি গরুর গোস্ত, নলা, ছোলা ডাল, ভেড়ার গোস্ত, মুরগি এবং সাদা ভাত।

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য দেশিরা মিলে তিন হাজারের বেশি লোকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বাংলাদেশি কায়দার আপ্পায়ন ছিল নজর কারার মতো।

 

এম হাসান

×