ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রিয় খালিদ, আপনি বেঁচে থাকবেন আপনার গান দিয়ে 

আশিক উল বারাত 

প্রকাশিত: ১২:১৭, ১৯ মার্চ ২০২৪; আপডেট: ১২:২১, ১৯ মার্চ ২০২৪

প্রিয় খালিদ, আপনি বেঁচে থাকবেন আপনার গান দিয়ে 

খালিদ।

খবর এলো জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ, চাইম ব্যান্ড এর খালিদ ভাই আর নেই। সংবাদটা শোনার পর থেকেই মনের মাঝে একটা শূন্যতা কাজ করতে থাকলো। প্রশ্ন জাগলো, খালিদ কি সত্যিই মারা গেলেন। যে খালিদ এর গান 'ঘুমাও তুমি ঘুমাও গো জান' শুনে ঘুম যেতাম। সেই খালিদ এতো নীরবেই ঘুমিয়ে পড়লেন।

যেই খালিদ বলেছিলেন কোন কারণে ফেরানো গেলো না তাকে সেই খালিদকে কি সত্যিই আর ফেরানো যাবে না। 

যে খালিদ গেয়েছিলেন 'তুমি আকাশের বুকে বিশালতার উপমা' সেই খালিদ নিজেই কি বিশাল আকাশে সংগীতের উপমা হয়ে রইলেন।

২০০০ পরবর্তী প্রজন্মের অনেকেই প্রশ্ন করতে পারেন। কে এই খালিদ। কেনো খালিদ কে নিয়ে এতো আলোচনা। ১৯৮৭ সালে ‘চাইম’ এর প্রথম অ্যালবাম দিয়ে যাত্রা শুরু। তাঁর এলবাম এর নামও ছিলো চাইম। ১৯৮৯ সালে তুমুল আলোচিত গান 'নাতি খাতি বেলা গেলো' তো তখন থেকেই সংগীতপ্রেমীদের মুখে মুখে। এর পর থেকেই খালিদের নাম হয়ে যায় চাইমের খালেদ।  

তবে চাইমের ব্যান্ড অ্যালবামের চেয়ে খালিদ জনপ্রিয় হয়ে যান ব্যান্ড মিক্সড অ্যালবাম দিয়ে। বলা চলে খালিদ তাঁর জনপ্রিয়তা ধরে রাখেন ব্যান্ড মিক্সড অ্যালবাম দিয়ে। বিশেষ করে প্রিন্স মাহমুদের ব্যান্ড মিক্সড অ্যালবামগুলোতে খালিদ তাঁর গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন। প্রিন্স মাহমুদের অ্যালবামগুলোর মধ্যে খালিদের গাওয়া ‘কিভাবে কাঁদাবে’, ‘আবার দেখা হবে’, ‘নীরা’, ‘আকাশনীলা’, ‘কোন কারণেই’, ‘হয়নি যাবার বেলা’ শ্রোতা মহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। 

অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী খালিদের গান একসময় পাড়া-মহল্লার শ্রোতাদের মুখে মুখে থাকত, বাজত বিপণি বিতানসহ বিভিন্ন দোকানে। 

খালিদের পুরো নাম খালিদ সাইফুল্লাহ। ১৯৬৫ সালের ১ অগাস্ট গোপালগঞ্জে জন্ম নেওয়া এ শিল্পী রেখে গেছেন স্ত্রী ও এক ছেলে। মৃত্যুর সময় অবশ্য তাঁরা কেউ পাশে ছিলেন না। খালিদ ১৯৮১ সালে গানের জগতে যাত্রা করেন। যাওয়ার আগে খালিদের আক্ষেপ ছিলো রয়্যালটি নিয়ে। হয়তো সে আক্ষেপ নিয়ে যাবার আগে বলে গেলেন 'যদি হিমালয় হয়ে দুঃখ আসে............

এবি 

×