ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

তরুণীকে ধর্ষণ, নেপথ্যে কপিল শর্মার অনুষ্ঠান

প্রকাশিত: ১৫:০৬, ২৭ মে ২০২৪

তরুণীকে ধর্ষণ, নেপথ্যে কপিল শর্মার অনুষ্ঠান

ভারতের মুম্বাইয়ে জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-তে সুযোগ দেওয়ার টোপ দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, ধর্ষণের পর ২৬ বছর বয়সী ওই তরুণীকে ঘটনা প্রকাশ্যে আনলেই খুন করা হবে বলে হুমকি দেয় অভিযুক্ত।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম আনন্দ সিং। কিছুদিন আগেই অনলাইনে তার সঙ্গে পরিচয় হয় তরুণীর। আনন্দ জানান, টিভি ইন্ডাস্ট্রির তারকা এবং ক্ষমতাবান ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ট পরিচয় রয়েছে তার। তিনি চাইলেই ইন্ডাস্ট্রিতে সুযোগ করে দিতে পারেন। তরুণীকে ‘দ্য কপিল শর্মা শো’-তে সুযোগ করে দেবেন।

তার কথায় বিশ্বাস করেন তরুণী। এরপর আনন্দ তাকে অডিশন দেওয়ার কথা বলে একটি ফাঁকা বাড়িতে ডাকা হয়। ফাঁদে পড়ে সেখানে হাজির হন তরুণী। ওই বাড়িতেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তরুণী। আনন্দের বিরুদ্ধে ৩৭৬ (ধর্ষণ) এবং ৫০৬ (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় এফআইআর করেছে পুলিশ।

বারাত

×