ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

একাধিক নাটকে আফরান নিশো-তানজিন তিশা

প্রকাশিত: ০৬:০৯, ৭ নভেম্বর ২০১৭

একাধিক নাটকে আফরান নিশো-তানজিন তিশা

স্টাফ রিপোর্টার ॥ জনপ্রিয় নাট্যাভিনেতা আফরান নিশো এবং এই প্রজন্মের আলোচিত অভিনেত্রী তানজিন তিশা। একটি ধারাবাহিক নাটকে ভাই বোনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে প্রথম এক সঙ্গে কাজ করেন তারা । এরপর তারা দু’জন টুকটাক কাজ করলেও এবারই প্রথম টানা তিনটি কাজ তারা দু’জন একসঙ্গে করছেন। নাটক তিনটি যথাক্রমে নির্মাণ করছেন চন্দ্রদ্বীপ, মাহিন ও ইমন। এরমধ্যে চন্দ্রদ্বীপের নির্দেশনায় ‘রঙ ভালবাসা অথবা সময়ের ইফেক্ট’ নাটকের কাজ শেষ করেছেন নিশো ও তিশা। আজ থেকে রাজধানীর তেজগাঁও এবং উত্তরায় মাহমুদ মাহিনের নির্দেশনায় ‘বাঁক’ নাটকের কাজ শুরু করবেন। আগামীকাল সকালের ফ্লাইটে ‘বাঁক’ নাটকের শূটিংয়ের উদ্দেশ্যে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বাঁক’ নাটকের বাকি শূটিং হবে। রাজধানীতে ফিরে এসে নিশো ও তানজিন তিশা ইমনের নির্দেশনায় আরও একটি নাটকের কাজ করবেন। আফরান নিশোর সঙ্গে অভিনয় প্রসঙ্গে তানজিন তিশা বলেন, নিউ জেনারেশনের শিল্পীদের কাজের সময় যারা সহযোগিতা করেন তাদের সঙ্গে কাজ করতে ভাল লাগে। সেই বিবেচনায় নিশো ভাইয়ার সঙ্গেও কাজ করতে ভাল লাগে। তার সঙ্গে কাজ করতেও আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। এদিকে নবেম্বরেই স্বপনের ‘ভবঘুরে’ চলচ্চিত্রে শূটিংয়ের জন্য দেশের বাইরে যাবার কথা ছিল তানজিন তিশার। কিন্তু ভিসা হয়নি বলে এই চলচ্চিত্রে তিশার কাজও করা হচ্ছে না। তার স্থানে এখন অভিনয় করবেন পূর্ণিমা। তানজিন তিশা বলেন, পূর্ণিমা আপু ভবঘুরে চলচ্চিত্রে কাজ করছেন জেনে আমি খুশি হয়েছি। চলচ্চিত্রটি মুক্তি পেলে আমি হলে গিয়ে দেখব। সত্যি বলতে কী আমি ভাগ্যের বাইরে গিয়ে কাজ করতে চাই না। আফরান নিশো তানজিন তিশা প্রথম এক সঙ্গে কাজ করেন গোলাম সোহরাব দোদুল নির্দেশিত ধারাবাহিক ‘পাল্টা হাওয়া’ নাটকে । এদিকে আফরান নিশো অভিনীত ধারাবাহিক ‘ছলে বলে কৌশলে’ নিয়মিত একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হচ্ছে। আফরান নিশোর সঙ্গী সাথী অনেকেই চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি যে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পাননি, তেমনটি নয়। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার জন্য চলচ্চিত্রে অভিনয় করবেন, এমনটা কখনোই আগ্রহ হয়নি তার। এ প্রসঙ্গে জনপ্রিয় এ অভিনেতা বলেন, বেশ কিছু কারণে আমি এখনও চলচ্চিত্রে অভিনয় করিনি। আমার ব্যাখ্যা এমন যে আমি যে ধরনের চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী সে ধরনের চলচ্চিত্রে কাজ করতে গেলে কম বাজেট একটি বাধা হয়ে দাঁড়ায়। আমি জানি যে চলচ্চিত্রের বাজার দিন দিন ভাল হচ্ছে। কিন্তু হাতেগোনা কয়েকটি চলচ্চিত্রই এর দৃষ্টান্ত হতে পারে না। আবার আমি একটি চলচ্চিত্রে অভিনয় করে আবার ক’দিন পর নাটকে অভিনয়ে ফিরে আসব সেটাও আমার ভাল লাগবে না। যদি চলচ্চিত্রেই অভিনয় করি, সেখানেই থেকে যাব।
×