ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

দনিয়া সাংস্কৃতিক জোটের বর্ষবরণ উৎসব-১৪২৪

প্রকাশিত: ০৩:৫৮, ১৭ এপ্রিল ২০১৭

দনিয়া সাংস্কৃতিক জোটের বর্ষবরণ উৎসব-১৪২৪

সংস্কৃতি ডেস্ক ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শুক্রবার দনিয়া সাংস্কৃতিক জোটের বর্ষবরন উৎসব-১৪২৪ অনুষ্ঠিত হয়। দনিয়া সাংস্কৃতিক জোট ৩৭ টি সংগঠন এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানদের সঙ্গে নিয়ে দনিয়া বর্ণমালা স্কুল সংলগ্ন সড়কে শুক্রবার সকাল ৬-৩০ মিনিটে দেশী বাদ্যযন্ত্র দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন শুরু হয়। অনুষ্ঠানে সুরতাল সঙ্গীত একাডেমি, দনিয়া সবুজ কুড়ি কচিকাঁচার মেলা, সুরসাগর ললিতকলা একাডেমি, লালন পড়শি একাডেমি, বিরহী শিল্পী গোষ্ঠী, আরহী শিল্পী গোষ্ঠী, ঢাকা একতা সামাজিক সাংস্কৃতিক গোষ্ঠী, সঞ্জনন আবৃত্তি চর্চা কেন্দ্র শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। একই স্থান থেকে সকাল ৯-৩০ মিনিটে এ কে হাই স্কুল, আদর্শ উচচ বিদ্যালয়, ব্লু বার্ডস স্কুল, দনিয়া পাঠাগার, চর্চা আর্ট স্কুল,অলংকরন আর্ট স্কুল, জাহানারা স্মৃতি পাঠাগারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিশু-নারী ও পুরুষ বৈশাখী শোভাযাত্রা বের করে। জোটভূক্ত সংগঠন ও শিশুরা বিভিন্ন সাজে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহন করে। শোভাযাত্রা শেষে ২০০ জন কে স্থানীয় প্রতিষ্ঠান এবং জোটের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। পুরো আয়োজনে উপস্থিত ছিলেন জোটের সভাপতি শাহনেওয়াজ, সভাপতি মন্ডলীর সদস্য মোহসীন হোসেন, এম এ আজাদ, হেলালউদ্দিন, জাকির হোসেন, আব্দুর রহিম, সাধারণ সম্পাদক ইকবাল হাফিজ, সাংগঠনিক সম্পাদক এইচ আর অনিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
×