ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ডিআইইউর ভিসি পদে পুনঃনিয়োগ পেলেন ড. মোহসীন

প্রকাশিত: ০৭:৩৫, ১৮ নভেম্বর ২০১৮

ডিআইইউর ভিসি পদে পুনঃনিয়োগ পেলেন ড. মোহসীন

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রফেসর ড. কেএম মোহসীনকে ৪ বছরের জন্য পুনরায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছেন। ড. মোহসীন ২০১৪ সাল থেকে ওই ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান এবং কলা অনুষদের ডিন ছিলেন। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে তিনি পিএইচডি ডিগ্রী লাভ করেন। কমনওয়েলথ একাডেমিক স্টাফ ফেলো, জাপান ফাউন্ডেশন ফেলো, গান্ধী পিস ফাউন্ডেশন ফেলো হিসেবে যথাক্রমে লন্ডন বিশ্ববিদ্যালয়, ওসাকা ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ এবং দিল্লীতে গবেষণা করেন। তার পিএইচডি থিসিসসহ ৭টি গ্রন্থ ও ৩৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ২৫ দেশে বিশ্বের ইতিহাস ও ঐতিহ্য সংক্রান্ত সেমিনার-সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। ক্যাম্পাস প্রতিবেদক
×