ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এ্যালায়েন্স সিকিউরিটিজের লাইসেন্স বাতিল

প্রকাশিত: ২০:৫১, ১৫ অক্টোবর ২০২০

এ্যালায়েন্স সিকিউরিটিজের লাইসেন্স বাতিল

অর্থনৈতিক রিপোর্টার ॥ অনিয়মের কারণে লাইসেন্স বাতিল হয়েছে এ্যালায়েন্স সিকিউরিটিজের। বিএসইসি জানতে পেরেছে যে, প্রতিষ্ঠানটি তার পরিচালক এবং তাদের পরিবারের সদস্যদের এতদিন ব্যবসায়ের সুযোগ-সুবিধা দিয়ে এসেছে। মঙ্গলবার বিএসইসি অনিয়মের অভিযোগে এ্যালায়েন্স সিকিউরিটিজ এ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের স্টক ব্রোকার এবং স্টক ডিলার রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিল করে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সকল বিনিয়োগকারী এবং ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) ধারক প্রতিষ্ঠানকে এ্যালায়েন্স সিকিউরিটিজের বিরুদ্ধে তাদের বৈধ দাবি মীমাংসা করতে বলেছে। গত ২১ মে ২০১৯ কমিশন প্রতিষ্ঠানটির লাইসেন্স স্থগিত করে। বিএসইসি সেই সময় একটি তদন্তে অনেক অনিয়ম পেয়েছিল। প্রতিষ্ঠানটি তার পরিচালক এবং তাদের পরিবারের সদস্যদের ব্যবসায়ের সুবিধা দিয়েছিল। তদন্তে দেখা গেছে, নিয়ম লঙ্ঘন করে পর্যাপ্ত পরিমাণে ভারসাম্য না থাকা সত্ত্বেও তারা তাদের প্রতিটি বেনিফিশিয়ারি এ্যাকাউন্টগুলো (বিও) থেকে অর্থ উত্তোলন করত এবং ঋণ সমন্বয় করত। প্রতিষ্ঠানটি নিয়ম লঙ্ঘন করে বিনিয়োগকারীদের সমন্বিত গ্রাহক এ্যাকাউন্ট থেকে ১২.৯৭ কোটি টাকা উত্তোলন করেছে এবং একটি ফিক্সড ডিপোজিট করেছে। এছাড়া তদন্তের সময় তদন্তকারীদের সহযোগিতা করেনি বলে বিএসইসি অভিযোগ করেছে।
×