ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সিএসইর ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ২০:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০২০

সিএসইর ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ৩০ জুন, ২০২০ এ সমাপ্ত বছরে তার শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়। বুধবার বিকেলে কোম্পানির বোর্ড সভায় লভ্যাংশ প্রদানের প্রস্তাব দেয়া হয়। তবে, লভ্যাংশের চূড়ান্ত অনুমোদনে জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ নবেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ অক্টোবর। ২০২০ সালের ৩০ জুন শেষ হওয়া বছরে এই এক্সচেঞ্জের নিট মুনাফা হয়েছে ৩১.৮৮ কোটি টাকা, যা আগের বছরে একই সময়ের ছিল ৩৯.০৭ কোটি টাকা। শেয়ার প্রতি আয় (ইপিএস) ২০১৯-২০২০ আর্থিক বছরে দাঁড়িয়েছে ০.৫০ টাকা, যা আগের বছর ছিল ০.৬২ টাকা। ২০১৯-২০২০ আর্থিক বছরে সিএসইর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১.৮০ টাকা। সিএসই ৩০ জুন, ২০১৯ এ শেষ হওয়া বছরে তার শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
×