ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের অনুমোদন

প্রকাশিত: ১১:৫৭, ৪ ডিসেম্বর ২০১৯

অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড) বিধিমালা, ২০১৯ অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়। মঙ্গলবার বিএসইসির ৭০৯তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়। সূত্রমতে, কিছু সংশোধন সাপেক্ষে এ বিধিমালা অনুমোদন দিয়েছে বিএসইসি। বিধিমালার উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে, সকল প্রকার অ-তালিকাভুক্ত সিকিউরিটিজ (যেমনঃ অ-তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, যেকোন প্রকার বন্ড, ডিবেঞ্চার, সুকুক, বে-মেয়াদী মিউচুয়াল ফান্ড, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, ইত্যাদি) নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে এই বোর্ডে লেনদেনের জন্য অন্তর্ভুক্ত হতে পারবে। এরা সকল প্রকার তালিকাচ্যুত সিকিউরিটিজ নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে এই বোর্ডে লেনদেনের জন্য অন্তর্ভুক্ত হতে পারবে। এই বোর্ডে শুধুমাত্র অজড় (ডিম্যাটেরিয়ালাইজড) আকারে সিকিউরিটিজ লেনদেন সম্পন্ন হবে। এবং বিদ্যমান ওটিসি প্লাটফরমের সিকিউরিটিজসমূহ নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে এই বোর্ডে লেনদেনের জন্য অন্তর্ভুক্ত হতে পারবে। টিআইএন নম্বর হালানাগাদ করার আহ্বান এলআর গ্লোবালের অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিটহোল্ডারদের ১২ ডিজিটের টিআইএন নম্বর হালনাগাদ করার আহ্বান জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ফান্ডটি আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ইউনিটহোল্ডারদের ১২ ডিজিটের টিআইএন নম্বর হালনাগাদ করতে হবে। প্রসঙ্গত, যাদের টিআইএন ১২ ডিজিট থাকবে তাদের লভ্যাংশে কর কাটা হবে ১০ শতাংশ। আর যাদের টিআইএন থাকবে না তাদের ১৫ শতাংশ করে কর দিতে হবে। অন্যদিকে ফান্ডটি ব্রোকারেজ হাউস ও সংশ্লিষ্ট ডিপির কাছ থেকে মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে। ব্রোকারেজ হাউসগুলোকে রেকর্ড ডেটের আগেই শেয়ারহোল্ডারদের নাম, বিও আইডি নম্বর, ক্লাইন্ট ওয়াইজ শেয়ারহোল্ডিং পজিশন ইত্যাদি তথ্য পাঠাতে হবে।
×