ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চীন-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের প্রভাব বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে

প্রকাশিত: ০৯:৩২, ২১ অক্টোবর ২০১৯

 চীন-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের প্রভাব বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যদ্বন্দ্বের নেতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। এমন দাবি করেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফের কাউন্সিলর তোবাইস আদ্রিয়ান। সংস্থাটির গ্লোবাল ফিন্যানসিয়াল স্ট্যাবিলিটি রিপোর্টের তথ্য তুলে ধরে তিনি জানান, বৈশ্বিক প্রবৃদ্ধির পাশাপাশি বাধার মুখে পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যও। প্রতিবেদনে জানানো হয়, বিভিন্ন দেশের মধ্যে দ্বন্দ্বের কারণে সাম্প্রতিক সময়ে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে না। একইসঙ্গে বৈশ্বিক অর্থনীতিও দুর্বল হয়ে পড়ছে। দ্রুত এ দ্বন্দ্বের অবসান না হলে বৈশ্বিক প্রবৃদ্ধিতে আরও ধীরগতি দেখা যাবে বলে শঙ্কা আইএমএফের।
×