ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

শেয়ারবাজারে লেনদেন বেড়েছে ১২৯ ভাগ

প্রকাশিত: ০৭:০৮, ১৩ জানুয়ারি ২০১৯

শেয়ারবাজারে লেনদেন বেড়েছে ১২৯ ভাগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরের শুরুতে পুঁজিবাজার আগের চেয়ে গতি ফিরে পেয়েছে। আলোচ্য সময়ে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে বেড়েছে লেনদেন ও সূচক। একই সঙ্গে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহে লেনদেন বেড়েছে প্রায় ১২৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার সংশ্লিষ্টদের মতে, গত সপ্তাহে নতুন সরকারের মন্ত্রী সভার শপথ অনুষ্ঠিত হয়েছে। অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আ হ ম মুস্তফা কামাল। তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব নেবার পরে শেয়ারবাজারে বিনিয়োগকারীরা আশার আলো দেখতে পাচ্ছেন। তাদের মতে, নতুন মন্ত্রী শেয়ার বাজারের উন্নয়নের সংস্কারমূলক পদক্ষেপ হাতে নেবেন। সেইসঙ্গে শেয়ারবাজারকে পুঁজি উত্তোলনের নতুন ক্ষেত্র হিসেবে দাঁড় করাবেন। তাই বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফিরতে শুরু করেছে। জানা গেছে, ডিএসইতে গেল সপ্তাহে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৯২৫ কোটি ৬৪ লাখ ৬৪ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১৫১ কোটি ৫৪ লাখ ৪ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ২ হাজার ৭৭৪ কোটি ১০ লাখ ৬০ হাজার টাকা বা প্রায় ১২৯ শতাংশ। পর্যালোচনায় দেখা গেছে, প্রত্যেক ক্যাটাগরির লেনদেন বেড়েছে। এর মধ্যে গেল সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ারের লেনদেন দাঁড়িয়েছে ৪ হাজার ২৯৪ কোটি ২৭ লাখ ১৩ হাজার টাকা। যা ডিএসইর মোট টার্নওভারের ৮৭ দশমিক ১৮ শতাংশ। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ১ হাজার ৮০০ কোটি ৫৫ লাখ ২২ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ২ হাজার ৪৯৩ কোটি ৭১ লাখ ৯১ হাজার টাকা। এদিকে, গেল সপ্তাহে ‘বি’ ক্যাটাগরির কোম্পানির শেয়ারে লেনদেন দাঁড়িয়েছে ৩৬০ কোটি ৬৬ লাখ ৬৫ হাজার টাকা। আলোচ্য সময়ে ডিএসইর মোট লেনদেন ‘বি’ ক্যাটাগরির দখলে ছিল ৭ দশমিক ৩২ শতাংশ। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৪৪ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার টাকা। এছাড়া নতুন কোম্পানিগুলোর লেনদেনও বেড়েছে। গেলো সপ্তাহে এসব কোম্পানির লেনদেনও দাঁড়িয়েছে ১৮২ কোটি ৯৬ লাখ ৪৭ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেনর পরিমাণ ছিল ১৫৬ কোটি ২৯ লাখ ৫৬ হাজার টাকা। বাজারের ইতিবাচক ধারায় জেড ক্যাটাগরির লেনদেনও প্রভাব পড়েছে। গেল সপ্তাহে এসব কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছে ৮৭ কোটি ৭৪ লাখ ৩৯ হাজার টাকা, আগের সপ্তাহে এসব কোম্পানির টার্নওভার ছিল ৪৯ কোটি ৬৯ লাখ ৩৭ হাজার টাকা। এদিকে বছরের দ্বিতীয় সপ্তাহ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিবিএস কেবলস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ১৪ লাখ ৬৭ হাজার ৪৭৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৫ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার টাকা। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ৪৪ লাখ ২৩ হাজার ৮৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১০ কোটি ৫৭ লাখ ৭১ হাজার টাকা। ব্র্যাক ব্যাংক তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৩৫ লাখ ৭ হাজার ৯৬০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার টাকা তালিকার চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি। কোম্পানিটির ৩ কোটি ৫৬ লাখ ৫১ হাজার ৯০৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯২ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা। জেএমআই সিরিঞ্জেস এ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস তালিকার পঞ্চম স্থানে রয়েছে। কোম্পানিটির ২৪ লাখ ১৭ হাজার ৩৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯১ কোটি ৩০ লাখ ৩ হাজার টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-প্যারামাউন্ট টেক্সটাইল, একটিভ ফাইন কেমিক্যালস, সিঙ্গার বিডি, খুলনা পাওয়ার কোম্পানি ও ড্রাগন সুয়েটার এ্যান্ড স্পিনিং।
×