ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ওয়ালটন টিভি কিনে নতুন গাড়ি পেলেন চুয়াডাঙ্গার চা দোকানি বাবলু

প্রকাশিত: ০৬:৪৮, ৩ অক্টোবর ২০১৮

ওয়ালটন টিভি কিনে নতুন গাড়ি পেলেন চুয়াডাঙ্গার চা দোকানি বাবলু

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলছে ‘ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেন সিজন-৩’। এর আওতায় ওয়ালটন পণ্য কিনে রয়েছে নতুন গাড়ি পাওয়ার সুযোগ। ক্যাম্পেনের শুরুতেই বাজিমাত। এবার ওয়ালটন টেলিভিশন কিনে নতুন গাড়ি পেয়েছেন চুয়াডাঙ্গার বাবলু হোসেন। কিস্তিতে ওয়ালটন টিভি কিনে নতুন গাড়ি পেয়ে চায়ের দোকানদার বাবলুর ঘরে এখন চাঁদের হাট। সম্প্রতি বাবলু হোসেনের হাতে নতুন গাড়ির চাবি তুলে দেন ওয়ালটনের নির্বাহী পরিচালক মোঃ নজরুল ইসলাম এবং মোঃ হুমায়ুন কবীর। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি ডিরেক্টর রাকিবুল হোসাইন, মার্কেটিং এ্যান্ড সেলস বিভাগের জোনাল ম্যানেজার জহিরুল ইসলাম, যশোর জোনের এরিয়া ম্যানেজার ফজলে রাব্বি সিদ্দিকী এবং গোল্ডস্টার ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মাহফুজ-উর-রহমান জোয়ার্দার। বাবলু হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার গবর গাড়া গ্রামের বাসিন্দা। সম্প্রতি শহরের বাদুরতলার গোল্ডস্টার ইলেকট্রনিক্স থেকে ১৪ হাজার টাকা মূল্যের একটি ২৪ ইঞ্চি এলইডি টিভি কেনেন তিনি। ৫ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে টিভিটি কেনেন বাবলু। এরপর মোবাইল ফোন দিয়ে রেজিস্ট্রেশন করলে নতুন গাড়ি পাওয়ার মেসেজ পান তিনি। বাবলু হোসেন জানান- মা, স্ত্রী, এক ছেলে আর এক মেয়ে নিয়ে তার সংসার। অন্যের জমিতে কাজ করে সংসার চলছিল না। ধার-দেনা করে দুবাই গিয়েছিলেন। দুই বছর সেখানে থেকেও ভাগ্যের পরিবর্তন হয়নি। অসুস্থ শরীর নিয়ে গত মাসে দেশে ফিরে ছোট্ট একটা চায়ের দোকান করেন। দোকানে ক্রেতা আকৃষ্ট করতে একটি টিভির প্রয়োজন হয়।
×