ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভারতে প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ৮.২ শতাংশ

প্রকাশিত: ০৪:৩৮, ২ সেপ্টেম্বর ২০১৮

ভারতে প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি  ৮.২ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থনৈতিক বিশেষজ্ঞদের সব প্রত্যাশা ও হিসাব-নিকাশ ছাপিয়ে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জাতীয় বৃদ্ধির (জিডিপি) হার পৌঁছে গিয়েছে ৮.২ শতাংশে। যা গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ছিল মাত্র ৫.৬ শতাংশ। উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে গ্রস ভ্যালু এ্যাডেডের (জিভিএ) হারও। পৌঁছেছে ৮ শতাংশে। গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের চেয়ে যা অন্তত আড়াই শতাংশ বেশি। ২০১৬ সালের প্রথম ত্রৈমাসিকের পর আর দেশের জিডিপি বৃদ্ধির হার এতটা বাড়েনি। গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল ৭.৭ শতাংশ। কেন্দ্রীয় পরিসংখ্যান অফিসের তরফে এক বিবৃতিতে শুক্রবার এ কথা জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, বৃদ্ধির হার সবচেয়ে বেশি হয়েছে উৎপাদন ও নির্মাণ শিল্প, বিদ্যুত, গ্যাস, জল সরবরাহ ও প্রতিরক্ষাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। ওই সবক’টি ক্ষেত্রেই বৃদ্ধির হার ৭ শতাংশের বেশি। বৃদ্ধির হার অনেকটাই তেজি কৃষি, মৎস্যচাষ ও বনসৃজনে। খনি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, হোটেল, পরিবহন, যোগাযোগের মতো ক্ষেত্রগুলোতেও বৃদ্ধির হার উল্লেখযোগ্য বলে জানানো হয়েছে।
×