ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

‘ওয়ার্কপ্লেইসের’ বিনামূল্যের সংস্করণ এনেছে ফেসবুক

প্রকাশিত: ০৭:০১, ২৪ জুন ২০১৮

‘ওয়ার্কপ্লেইসের’ বিনামূল্যের সংস্করণ এনেছে ফেসবুক

ব্যবসায়িক কাজে যোগাযোগের অ্যাপ ‘ওয়ার্কপ্লেইস’-এর বিনামূল্যের সংস্করণ এনেছে এ্যাপটির মালিক প্রতিষ্ঠান ফেসবুক। দাতব্য প্রতিষ্ঠান আর অলাভজনক উন্নয়ন সংস্থাগুলোর কাজ আরও উন্নত, সহজ ও দ্রুত করার লক্ষ্যে এই পদক্ষেপ নিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি। ‘ওয়ার্কপ্লেইস ফর গুড’ নামের এই এ্যাপটি ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড এবং ইউনাইটেড নেশনস চিলড্রেন্স’ ফান্ডের (ইউনিসেফ) মতো সংস্থাগুলোকে বিনামূল্যে কাজের দরকারি ভিডিও, যোগাযোগ, সমন্বয় ও মোবাইল টুল দান করবে, খবর আইএএনএসের। এক ব্লগ পোস্টে ফেসবুকের ওয়ার্কপ্লেইস ফর গুডের প্রধান এ্যানেতট গেভার্ট বলেন, ‘আমরা বিশ্বব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মী আর অলাভজনক সংস্থাগুলোকে ‘বিনামূল্যে ওয়ার্কপ্লেইস’ দিচ্ছি যাতে তারা অর্থপূর্ণ সম্প্রদায় গঠন করতে ও বিশজুড়ে পরিবর্তন আনতে পারে।’ -অর্থনৈতিক রিপোর্টার
×