ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তিন কোম্পানির বোনাস বিওতে জমা

প্রকাশিত: ০৫:২৩, ২৮ মে ২০১৮

তিন কোম্পানির বোনাস বিওতে জমা

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুইটি হলো : নিটল ইন্স্যুরেন্স, পূবালী ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক। জানা গেছে, কোম্পানি তিনটির ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বিও হিসাবে প্রেরণ করা হয়েছে। এর আগে ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের নিটল ইন্স্যুরেন্স ১৪ শতাংশ, পূবালী ব্যাংক ৫ শতাংশ এবং প্রিমিয়ার ব্যাংক শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করে। যা কোম্পানি তিনটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।
×