ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাজারে এককভাবে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না ॥ বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:২৭, ৩০ মার্চ ২০১৮

বাজারে এককভাবে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না ॥ বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, বাজারে এককভাবে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না। সরকার বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে। পণ্যের উৎপাদক, আমদানিকারক, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সভা করে সমস্যা চিহ্নিত করে সমস্যা সমাধানের পদক্ষেপ নেয় বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার ঢাকায় সিরডাপ মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন নবগঠিত বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত ‘ব্যবসা-বাণিজ্যে প্রতিযোগিতা নিশ্চিতকরণ : বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে যেন কোন পণ্যের কৃত্রিম সঙ্কট সৃষ্টি না হয়, সে ব্যাপারে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। নবগঠিত বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে যথাযথভাবে কাজ করবে। এ কমিশনকে সময়োপযোগী করে ভোক্তাস্বার্থ রক্ষা করতে হবে। তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের প্রেক্ষাপটে ব্যবসা-বাণিজ্যে সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে সরকার ২০১২ সালে প্রতিযোগিতা আইন পাস করেছে। বাজারে যেন অসম বিপণন ব্যবস্থার সৃষ্টি না হয়, ভোক্তাস্বার্থ পরিপন্থী কিছু না হয়, সে উদ্দেশেই এ আইন প্রণয়ন করা হয়েছে। এখন এ কমিশনকে শক্তিশালী করে গড়ে তোলা হচ্ছে। ব্যবসাবান্ধব বর্তমান সরকারের আমলে ব্যবসায়ীদের সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়।
×