ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ভারতে নিষিদ্ধ হলো ক্রিপ্টোকারেন্সি

প্রকাশিত: ০৬:০২, ১৪ জানুয়ারি ২০১৮

ভারতে নিষিদ্ধ হলো ক্রিপ্টোকারেন্সি

ক্রিপ্টোকারেন্সিতে লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের অর্থ মন্ত্রণালয়। হঠাৎ লেনদেনে নিষেধাজ্ঞায় ভোগান্তিতে পড়েছেন ভারতের বিটকয়েন ব্যবহারকারীরা। দেশটির ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কয়েনেক্স জানায়, হঠাৎ করে লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকদের সামাল দিতে কিছুটা বেগ পেতে হচ্ছে তাদের। আরেক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কয়েনডেল্টাও অর্থ জমা দেয়া এবং উত্তোলন সেবা বন্ধ করে দিয়েছে। পাশাপাশি গ্রাহকদের বিটকয়েনে লেনদেনে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। -অর্থনৈতিক রিপোর্টার টিভিএসের অটোরিক্সা বাজারজাত করবে ইফাদ মোটরস টিভিএস ব্র্যান্ডের সিএনজিচালিত থ্রি-হুইলার অটোরিক্সা বাংলাদেশে বাজারজাত করবে ইফাদ মোটরস লিমিটেড। এ উপলক্ষে গত বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রতিষ্ঠান দুটির মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধণ শ্রিংলা। নৌপরিবহনমন্ত্রী বলেন, এ চুক্তির ফলে দেশের পরিবহন সেক্টর আরও সমৃদ্ধ হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, ইফাদ মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ, টিভিএস মোটর কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রী আর. দিলিপ। এ সময় প্রতিষ্ঠান দু’টির উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, ব্যাংকার এবং অটোরিক্সা মালিক ও শ্রমিক সংগঠনের নেতারাসহ গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। -অর্থনৈতিক রিপোর্টার
×