ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ডিসেম্বরে বিও হিসাব বেড়েছে ১১ হাজার

প্রকাশিত: ০৫:২১, ১ জানুয়ারি ২০১৮

ডিসেম্বরে বিও হিসাব বেড়েছে ১১ হাজার

অর্থনৈতিক রিপোটার ॥ সাম্প্রতিক সময়ে দেশের শেয়ারবাজারে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। আর এ সময়ে শেয়ারবাজারে বিনিয়োগের দিকে ঝুঁকছে বিনিয়োগকারীরা। যার কারণে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) এ্যাকাউন্টের সংখ্যাও দিন দিন বেড়ে চলছে। এরই ধারাবাহিকতায় ডিসেম্বরে নতুন করে ১১ হাজার বিনিয়োগকারী বিও এ্যাকাউন্ট খুলেছে। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ডিসেম্বরের শেষদিন বিও এ্যাকাউন্টধারীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ২১ হাজার ৫২৬টিতে। যা আগের মাসের অর্থাৎ নবেম্বরের শেষ দিন ছিল ২৭ লাখ ১০ হাজার ৪০৩টিতে। অর্থাৎ এক মাসে বিও এ্যাকাউন্টধারীর সংখ্যা বেড়েছে ১১ হাজার ২২২টি। জানা যায়, ২৭ লাখ ২১ হাজার ৫২৬টি বিও এ্যাকাউন্টের মধ্যে পুরুষ এ্যাকাউন্টের সংখ্যা রয়েছে ১৯ লাখ ৮৮ হাজার ৪২৯টি। যা নবেম্বর মাসের শেষদিন ছিল ১৯ লাখ ৮০ হাজার ৪৪১টিতে। অর্থাৎ এ সময়ে পুরুষ বিও এ্যাকাউন্টধারীর সংখ্যা বেড়েছে ৭ হাজার ৯৮৮টি। ডিসেম্বরে নারী এ্যাকাউন্টধারীর সংখ্যা ৩ হাজার ১৬২টি বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ২১ হাজার ৩৩৯টিতে। নবেম্বরে নারী এ্যাকাউন্টধারীর সংখ্যা ছিল ৭ লাখ ১৮ হাজার ১৭৭টি। আর শেষ একমাসে কোম্পানি এ্যাকাউন্ট ৭২টি বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৭৫৮টিতে। নবেম্বরে কোম্পানি এ্যাকাউন্টের সংখ্যা ছিল ১১ হাজার ৬৮৬টিতে। এ সময়ে দেশে অবস্থানকারীরা ১০ হাজার ৩১৫টি বিও এ্যাকাউন্ট করেছে। যার কারণে দেশী বিনিয়োগকারীদের বিও সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৫৪ হাজার ৩৭৯টিতে। নবেম্বর মাসে এ সংখ্যা ছিল ২৫ লাখ ৪৪ হাজার ৬৪টিতে। আর প্রবাসী বিনিয়োগকারীরা নতুন করে ৮৩৫টি বিও এ্যাকাউন্ট করেছে শেষ এক মাসে। ডিসেম্বরে প্রবাসীদের বিও দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩৮৯টিতে। যা নবেম্বরে ছিল ১ লাখ ৫৪ হাজার ৫৫৪টিতে।
×