ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

লেনদেন শুরুর আগে নাহি এ্যালুমিনিয়ামকে শোকজ

প্রকাশিত: ০৬:০৫, ২৩ নভেম্বর ২০১৭

লেনদেন শুরুর আগে নাহি এ্যালুমিনিয়ামকে শোকজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ লেনদেন শুরু অপেক্ষায় থাকা নাহি এ্যালুমিনিয়াকে কারণ দর্শানোর জন্য শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। গ্লোরী এন্টারপ্রাইজ থেকে ২১ কোটি টাকার মেশিনারিজ কেনার সত্যতা জানতে চেয়ে সম্প্রতি এই শোকজ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গ্লোরী এন্টারপ্রাইজ থেকে ২১ কোটি টাকার মেশিনারিজ কিনেছে বলে প্রসপেক্টাসে তথ্য প্রকাশ করেছে নাহি এ্যালুমিনিয়াম। তবে গ্লোরী এন্টারপ্রাইজ নামের কোন কোম্পানির অস্তিত্ব নাই বলে গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ হয়। এমতাবস্থায় প্রতিবেদনে কোম্পানিটির মেশিনারিজ ক্রয়ের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। এর আলোকে নাহি এ্যালুমিনিয়াম কর্তৃপক্ষকে মেশিনারিজ ক্রয়ের সত্যতা নিয়ে কারণ দর্শানোর জন্য ডিএসই শোকজ করেছে। এদিকে কোম্পানির পক্ষ থেকে শোকজের সঠিক জবাব দিতে না পারলে, ডিএসই কর্তৃপক্ষ নাহি এ্যালুমিনিয়ামের ফ্যাক্টরি পরিদর্শনে যাবে বলে জানা গেছে। এক্ষেত্রে সরেজমিনে মেশিনারিজ ক্রয়ের সত্যতা যাছাই করবে। এ বিষয়ে কোম্পানির সচিব জহিরুল ইসলাম শেখ বলেন, গ্লোরী এন্টারপ্রাইজ থেকে মেশিনারিজ ক্রয়ের বিষয়ে জানতে চেয়ে গত ২০ ডিসেম্বর ডিএসই থেকে শোকজ করা হয়। এর আলোকে ২১ নবেম্বর ডিএসইকে জবাবও দেয়া হয়েছে। তিনি বলেন, গ্লোরী এন্টারপ্রাইজের অস্তিত্ব নিয়ে যে সন্দেহ তৈরি করা হয়েছে, তা ভিত্তিহীন। অবশ্যই এই কোম্পানি আছে। এবং ওই কোম্পানি থেকেই মেশিনারিজ কেনা হয়েছে। ডিএসই পরিদর্শনে যেতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, কোন সমস্যা নাই। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে অবশ্যই আসতে পারে। এসে মেশিনারিজের সত্যতা দেখে যেতে পারে। উল্লেখ্য, শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের লক্ষ্যে গত গত ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সময়ে কোম্পানির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। এক্ষেত্রে চাহিদার ৬২.৩১ গুণ বেশি আবেদন জমা পড়ে। যাতে আইপিও বিজয়ীদের নির্ধারণ করতে ২৩ অক্টোবর লটারির আয়োজন করা হয়। কোম্পানিটি শেয়ারবাজারে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার (প্রতিটি শেয়ার ১০ টাকা করে) ছেড়ে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। যা কোম্পানিটির শেয়ার লেনদেনের দিন পাওয়া যাবে। আর এ টাকা ব্যবসা সম্প্রসারণ, নতুন ম্যাশিনারিজ আমদানি, বিল্ডিং নির্মাণ, ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করা হবে।
×