ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান হতে যাচ্ছে এ্যাপল

প্রকাশিত: ০৫:১৬, ৫ নভেম্বর ২০১৭

ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান হতে যাচ্ছে এ্যাপল

সর্বশেষ প্রান্তিকে আয় আর লাভের ক্ষেত্রে ওয়াল স্ট্রিট বিশ্লেষকদের প্রত্যাশা ছাড়িয়েছে মার্কিন টেক জায়ান্ট এ্যাপল। প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে ৪.৬৬ কোটি ডলারেরও বেশি মূল্যের আইফোন বিক্রি করেছে এ্যাপল। এক বছর আগের তুলনায় অঙ্কটা তিন শতাংশ বেশি। ফলে এই খাত থেকে প্রতিষ্ঠানটির আয় হয়েছে ২৮৮০ কোটি ডলার, যা প্রতিষ্ঠানটির মোট আয়ের অর্ধেকেরও বেশি। ম্যাক, আইফোন, এ্যাপল ওয়াচসহ অন্যান্য পণ্যের বিক্রিও ভাল হয়েছে বলে বিবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেবা খাতেও আয় বেড়েছে এ্যাপলের। এ্যাপ স্টোর, এ্যাপল পে আর সঙ্গীত স্ট্রিমিং সেবা থাকা এই খাত থেকে এ প্রান্তিকে এ্যাপলের আয় হয়েছে ৮৫০ কোটি ডলার। অঙ্কটা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ৩৪ শতাংশ বেশি। এই প্রান্তিকে খরচ বাড়লেও, এ্যাপল বলেছে তাদের মোট লাভ হয়েছে ১০৭০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ১৮ শতাংশ বেশি। -অর্থনৈতিক রিপোর্টার আলীবাবার আয় বেড়েছে ৬১ শতাংশ সর্বশেষ প্রান্তিকের আয় ঠিক আগের প্রান্তিকের তুলনায় ৬১ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা। মূল ই-কমার্স ব্যবসায়ে উন্নতি প্রতিষ্ঠানটিকে বিশ্লেষকদের প্রত্যাশা মেটানো এই আয় করতে সহায়তা করেছে বলে রয়টার্স-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চীনা প্রতিষ্ঠানটি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মোট ৫৫১২ কোটি ইউয়ান বা ৮৩৪ কোটি ডলার আয় করেছে। রয়টার্স-এর চালানো জরিপে বিশ্লেষকদের প্রত্যাশা ছিল অঙ্কটা ৫২.২০ কোটি ইউয়ান হবে। আগের বছরের একই প্রান্তিকের তুলনায় প্রতিষ্ঠানটির মোট আয় দ্বিগুণ হয়ে ১৭৪১ কোটি ইউয়ান হয়েছে। আলিবাবা’র পক্ষ থেকে বলা হয়, তাদের মূল ই-কমার্স ব্যবসায়ের আয় হয়েছে ৪৬৪৬ কোটি ইউয়ান। অঙ্কটা ২০১৬ সালের একই প্রান্তিকের তুলনায় ৬৩ শতাংশ বেশি। -অর্থনৈতিক রিপোর্টার
×