ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে ব্যান্ডউইথ রফতানি করবে সাবমেরিন কেবল

প্রকাশিত: ০৪:২০, ৭ মে ২০১৭

মিয়ানমারে ব্যান্ডউইথ রফতানি করবে সাবমেরিন কেবল

অর্থনৈতিক রিপোর্টার ॥ মিয়ানমারে ব্যান্ডউইথ রফতানির জন্য দুই দেশের মধ্যে আঞ্চলিক সাবমেরিন কেবল স্থাপন করবে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। এর জন্য সিঙ্গাপুরভিত্তিক ব্লুবেরি টেলিকম প্রাইভেট লিমিটেডের সঙ্গে যৌথভাবে আলাদা কোম্পানি গঠন করা হবে। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মনোয়র হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ২৫০ কিলোমিটার দীর্ঘ কেবলটি কক্সবাজার থেকে মিয়ানমারের বন্দর নগর সিত্তি পর্যন্ত স্থাপন করা হবে। এতে ২ কোটি ৫০ লাখ ডলার ব্যয় হবে। কেবল স্থাপনে ৬ মাস সময় লাগতে পারে। আর এ কেবলের মাধ্যমে মিয়ানমারে প্রতি সেকেন্ডে ১০০ গিগাবাইট ব্যান্ডউইথ রফতানি সম্ভব হবে। কেবলটির মাধ্যমে ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়াতেও ব্যান্ডউইথ রফতানি করা যাবে। কেবলটির ১০ শতাংশ মালিকানা বিএসসিসিএলের। আর এর মেয়াদ ২০ বছর। কেবল লাইনটি পরিচালিত হবে বিএসসিসিএল-ব্লুবেরি বাংলাদেশ লিমিটেডের অধীনে। আল আরাফাহ ব্যাংকের ইপিএস ৭১ পয়সা পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে, ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭১ পয়সা। যা এর আগের বছর ছিল ৯১ পয়সা (রিয়েস্টেটেট)। প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদেরকে ২০ শতাংশ লভ্যাংশ দেয়। এর পুরোটাই নগদ। এ সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ৩ টাকা ০৭ পয়সা। আগের বছর যা ছিল ২ টাকা ৩৬ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার ফনিক্স ফাইন্যান্সের আয় বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফনিক্স ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৫৫ পয়সা। সে হিসেবে ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ৬৫ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ২১ টাকা ৮ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×