ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ঈদ সালামির টাকা দিয়ে গরমে শিশু রেজোয়ানের পানি বিতরণ

প্রকাশিত: ১৩:৫৪, ২ মে ২০২৪

ঈদ সালামির টাকা দিয়ে গরমে শিশু রেজোয়ানের পানি বিতরণ

রেজোয়ান খান।

প্রচন্ড তাপদাহে মানুষের পানির পিপাসা মিটাতে এগিয়ে এসেছে পঞ্চম শ্রেণির ছাত্র রেজোয়ান খান। ঈদ সালামির অর্থ দিয়ে প্রায় সময়ই তাকে দেখা যায় বিভিন্ন মানবিক কাজে অংশগ্রহন করতে। এবারও তার ব্যতিক্রম নয়। 

তীব্র গরমে হর হামেসায় বেরিয়ে পরছেন তৃষ্ণার্ত মানুষকে খাবার স্যালাইন ও পানি বিতরণের কাজে। তার স্বপ্ন মানুষের জন্য মহৎ কিছু করা। 

আরও পড়ুন : তিন ফুট লম্বা ঘোড়ার পাঁচ ফুট লেজ

জানা যায়, সমাজের ভালো কাজের সঙ্গে নিজেকে নিয়োজিত করতে পারলে রেজোয়ান নিজেকে গর্বিত মনে করে। সে চায় তার মতো অন্য শিশুরাও যেন ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকে। 

কিভাবে অনুপ্রেরণা পেল সেই উৎস সম্পর্কে রেজোয়ান খান জানায়, বাবা-মা এর কাছে থেকে তিনি সব সময় মানুষের পাশে থাকার অনুপ্রেরণা পান।

এম হাসান

×