ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধির তালিকায় ব্যাংক খাতের আধিপত্য

প্রকাশিত: ০৫:১০, ১৫ মার্চ ২০১৭

দরবৃদ্ধির তালিকায় ব্যাংক খাতের আধিপত্য

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার দর বাড়ার শীর্ষে ব্যাংক খাতের আধিপত্য রয়েছে। এদিন তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৫টিই রয়েছে ব্যাংক খাতের। এদিকে ব্যাংক খাতে লেনদেনে অংশ নেওয়া ৭৯.৩১ শতাংশ কোম্পানির দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মঙ্গলবার টপটেন গেইনারের শীর্ষে রয়েছে আইএফআইসি ব্যাংক। ব্যাংকটির দর ২ টাকা বা ৭ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩ হাজার ১৬ বারে এক কোটি ১৫ লাখ ৫ হাজার ৮৩৮টি শেয়ার লেনদেন করে। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা যমুনা ব্যাংকের ১ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ২২ শতাংশ দর বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৮০৮ বারে ২৬ লাখ ২৯ হাজার ৭৭০টি শেয়ার লেনদেন করে। তালিকার চতুর্থ স্থানে থাকা এনসিসি ব্যাংকের ৮০ পয়সা বা ৫ দশমিক ৪৪ শতাংশ দর বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় থাকা অপর দুই ব্যাংকের মধ্যে প্রাইম ব্যাংকের ৩ দশমিক ৭৮ শতাংশ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩ দশমিক ৭৫ শতাংশ দর বেড়েছে। মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে আইপিডিসি অর্থনৈতিক রিপোর্টার ॥ আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফিন্যান্স ব্রোকারেজ হাউসগুলোর কাছে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি ব্রোকারেজ হাউসগুলোর কাছে মার্জিন ঋণধারীদের নাম, ব্যাংক হিসাব নম্বর, ব্যাংক হিসাবের নাম ও রাউটিং নম্বর চেয়েছে। ব্রোকারেজ হাউসগুলোকে আগামী ৩০ মার্চের আগেই এসব তথ্য পাঠাতে হবে।
×