ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইন্টারনেট ব্যাংকিং নীতিমালা জরুরি

প্রকাশিত: ০১:০৩, ১ ডিসেম্বর ২০১৬

ইন্টারনেট ব্যাংকিং নীতিমালা জরুরি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার বাড়ছে। বর্তমানে প্রায় ১৫ লাখ হিসাবধারী ইন্টারনেট ব্যাংকিং সেবা নিচ্ছেন বিভিন্ন ব্যাংক থেকে। কিন্তু ইন্টারনেট ব্যাংকিংকে একটি ছাতার নিচে আনতে একটি নীতিমালা জরুরি। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রজ্ঞাপন আছে এ সংক্রান্ত। তবে গ্রাহকের স্বার্থ সুরক্ষা করতে একটি পূর্ণাঙ্গ নীতিমালা জরুরি। ‘বৃহস্পতিবার দুপুরে ইন্টারনেট ব্যাংকিং: সুবিধা ও চ্যালেঞ্জ’ সংক্রান্ত এক সেমিনারে বক্তারা একথা বলেন। বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এই সেমিনারের আয়োজন করে। বিআইবিএম সেমিনার কক্ষে আয়োজিত সেমিনারে বক্তব্য দেন সোনালি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এ চৌধুরী, পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ইয়াসিন আলী। বিআইবিএম মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সূর চৌধুরী। তিনি বলেন, দেশে ইন্টারনেট ব্যাংকিং বাড়ছে। তবে সর্তক থাকতে হবে ব্যাংকগুলোকে। যাতে গ্রাহকের স্বার্থ নষ্ট না হয়। গ্রাহকের কোনো ক্ষতি না হয়। এস এ চৌধুরী বলেন, ইন্টারনেট ব্যাংকিং সেবা নিয়ে একটি পূর্ণাঙ্গ নীতিমালা তৈরির সময় এসে গেছে। বাংলাদেশ ব্যাংক একটি নীতিমালা ও নির্দেশনা জারি করতে পারে। যাতে সেটি মেনে ব্যাংকগুলো ইন্টারনেট সেবা দিতে পারে।
×