নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় কাঁচামরিচ চাষ করে চার হাজার কৃষক স্বাবলম্বী হয়েছে। প্রতিদিন জেলা থেকে মরিচ ঢাকা, বরিশালসহ বিভিন্ন জেলায় চালান যাচ্ছে। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। কয়েকদিন পূর্বে দাম ছিল ২০০ টাকা কেজি।
জানা গেছে, জেলার নড়িহাটি, লক্ষ্মীকান্দর, শিবরামপুর, রামনগর, কালীনগর, বেলনগর, হাজলাতলা, নিজনান্দুয়ালী, বাগডাঙ্গা, টেঙ্গাখালী, শ্রীকুণ্ঠি, মালিক গ্রাম, বুজরুক শ্রীকুণ্ঠি, নাকোল, বারইপাড়া প্রভৃতি গ্রামে প্রায় ১০১৮ হেক্টর জমিতে কাঁচামরিচ চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৬৪৩ মেট্রিক টন। কাঁচামরিচ বর্তমানে ১২০ টাকা কেজি দরে খুচরা বিক্রি হচ্ছে। গাছ থেকে মরিচ ছেঁড়া চলছে। শীত পড়লে ফলন আরও বেশি হবে বলে কৃষকরা জানান। বর্তমানে পাইকারি প্রতি কেজি ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানি ভাল হওয়ায় দাম অনেক কমেছে। প্রতিদিন বিভিন্ন গ্রাম থেকে আগত মরিচ ঢাকা, বরিশালসহ বিভিন্ন জেলায় চালান যাচ্ছে।