ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আমেরিকান ডেইরির কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

প্রকাশিত: ০৪:০০, ৬ মে ২০১৬

আমেরিকান ডেইরির কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে আমেরিকান ডেইরি লিমিটেডের (এডিএল) নিজস্ব অর্থায়নে আন্তর্জাতিক মানসম্পন্ন কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ কেন্দ্র গাজীপুর জেলার শ্রীপুর থানার ভাংনাহাটি গ্রামে প্রতিষ্ঠা করা হয়েছে। এ উপলক্ষে রোজ বুধবার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, এমপি। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ রহমত আলী। সভায় প্রধান অতিথি বলেন, ডেইরি শিল্পের বিকাশে বেসরকারী পর্যায়ের উদ্যোক্তাদের বিনিয়োগ সহায়ক/বান্ধব পরিবেশ সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। -বিজ্ঞপ্তি হাইড্রোকার্বন ইউনিটের সেমিনার অনুষ্ঠিত হাইড্রোকার্বন ইউনিট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক ‘জড়ষব ড়ভ খঘএ রহ ঊহবৎমু ংবপঃড়ৎ ড়ভ ইধহমষধফবংয’ শীর্ষক একটি সেমিনার বৃহস্পতিবার হাইড্রোকার্বন ইউনিটের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব জাকির হোসেন। -বিজ্ঞপ্তি। ক্রিস্পি ক্রিম কফি চেইন শনিবার ঢাকায় উদ্বোধন বিশ্বখ্যাত ‘ক্রিস্পি ক্রিম’ ইন্টারন্যাশনাল ডোনাট ও কফি চেইন এখন ঢাকায়। আগামী ৭ মে শনিবার বনানী ১১ নম্বর রোডে এই চেইন প্রথম স্টোর দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশে। এই দিন জ্বলবে ক্রিস্পি ক্রিম নিয়ন রেড ‘ডোনাট নাও’-এর হট লাইট। হাতের নাগালেই এখন পাওয়া যাবে সবার প্রিয় এই ‘মেল্ট-ইন-ইওর-মাউথ’ ট্রিট। উন্নত মানের ডোনাট ও কফি শপ, ক্রিস্পি ক্রিমের অন্যতম আকর্ষণ ‘হল হট অরিজিনাল গ্লেইজড ডোনাট’ যা এখনও ৭৮ বছর আগের সিক্রেট রেসিপি দিয়ে যুগ যুগ ধরে তৈরি হয়ে আসছে। বনানীর এই স্টোরে ৫ হাজার বর্গফুটের ফুল সার্ভিস স্টোরে থাকছে ক্রিস্পি ক্রিমের ঐতিহ্যবাহী ‘ডোনাট থিয়েটার’ যার মাধ্যমে কাস্টমাররা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রস্তুতকরণ প্রক্রিয়া নিজ চোখে উপভোগ করতে পারবে। আধুনিক এই মেশিন এক দিনে আনুমানিক ২৪ হাজার ডোনাট প্রস্তুত করতে পারে। -স্টাফ রিপোর্টার তেল সেক্টর নিয়ে জাদুঘর তেল নিয়ে তেলেসমাতি নয়, এবার তেল সেক্টর নিয়ে স্বতন্ত্র একটি জাদুঘরই গড়ে তুলেছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম। চট্টগ্রামের পতেঙ্গায় প্রতিষ্ঠিত এ জাদুঘরে স্থান পেয়েছে ১২৫ বছর ধরে তেল সরবরাহ এবং বিক্রির কাজে ব্যবহৃত নানা যন্ত্রপাতি। আগামীতে শিক্ষার্থীদের গবেষণায় বড় ধরনের ভূমিকা রাখবে দেশের প্রথম এবং একমাত্র এ অয়েল মিউজিয়াম। ইতিহাসবিদদের মতে, এ অঞ্চলে আনুষ্ঠানিকভাবে ১৮৫৮ সালে তেল আবিষ্কার হয়। তবে তার আগে তৎকালীন বর্মায় তেল আবিষ্কার হয়। আর বর্মা অয়েল কোম্পানিকে বলা হয় প্রাচীন তেল বিক্রেতা প্রতিষ্ঠান। নাফ নদী পেরিয়ে বাংলাদেশে তেলের বিপণন শুরু হয় এক শ‘ পঁচিশ বছর আগে। দীর্ঘপথ পরিক্রমায় তেল বিপণনে ব্যবহৃত হয়েছে নানা যন্ত্রপাতি। এ অবস্থায় তেলের ইতিহাস ধরে রাখতে মেঘনা পেট্রোলিয়াম পতেঙ্গায় স্থাপন করল দেশের প্রথম তেল জাদুঘর। -অর্থনৈতিক রিপোর্টার
×