ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জামালপুরের কামালপুর স্থলবন্দরে ৪০ দিন যাবত আমদানি রফতানি বন্ধ

প্রকাশিত: ০৪:০৫, ৪ এপ্রিল ২০১৬

জামালপুরের কামালপুর স্থলবন্দরে ৪০ দিন  যাবত আমদানি রফতানি বন্ধ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ বকশীগঞ্জের কামালপুর স্থলবন্দরে ৪০ দিন ধরে পাথর আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তাই বাংলাদেশী ব্যবসায়ীদের শত কোটি টাকার পাথর আটকা পড়ে আছে ভারতে। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। বেকার হয়ে পড়েছে স্থল বন্দরের ৮ হাজার সাধারণ শ্রমিক। জানা গেছে, কামালপুর স্থলবন্দর দিয়ে প্রতিদিন পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি-রফতানি হয়ে থাকে। দেশের সিকিভাগ পাথরের চাহিদা পূরণ হয় এ বন্দরে পাথর দিয়ে। কিন্তু ভারতের পাথর ব্যবসায়ীদের সঙ্গে ভারতীয় বন বিভাগের নানা কারণে দ্বন্দ্ব চলে আসছে। কয়েক দফায় আলোচনা বসেও ভারতের বন বিভাগ ও পাথর ব্যবসায়ীদের দ্বন্দ্বের সমাধান হয়নি। এতে ভারতের বন বিভাগ পাথর উত্তোলন বন্ধ করে দেয়। ফলে প্রায় ৪০ দিন ধরে কামালপুর স্থলবন্দরে পাথর আমদানি-রফতানি বন্ধ রয়েছে। আমদানি রফতানি বন্ধ থাকায় বন্দরে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বেকার হয়ে পড়েছে বন্দরে কাজ করা প্রায় ৮ হাজার নারী-পুরুষ শ্রমিক। কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। এ ব্যাপারে স্থলবন্দর আমদানি-রফতানিকারক ব্যবসায়ী সমিতির সভাপতি কৃষিবিদ আব্দুল্লাহ আল মোকাদ্দেস রিপন জানান, বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকায় বসে বসে ব্যাংক ঋণের সুদ পরিশোধ করতে হচ্ছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এছাড়া বেকার হয়ে পড়েছে প্রায় আট হাজার নারী-পুরুষ শ্রমিক। ব্যবসায়ীদের পক্ষ থেকে বিষয়টি সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ ব্যাপারে, বন্দরের শ্রমিক জুলেখা বেগম, হাজেরা ভানু, নওশেদ আলী, শাহাজাদা ও ধলামিয়া বলেন দেড় মাস যাবত কোন কাজকর্ম না থাকায় অতিকষ্টে দিন কাটছে তাদের। ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে। অনেক শ্রমিক বিভিন্ন এনজিও ও দাদন ব্যবসায়ীদের সুদের টাকা পরিশোধ করতে না পেরে অন্যত্র চলে গেছে।
×