ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ইন্ডিয়া কটন ফেস্ট শুরু ১২ মার্চ

প্রকাশিত: ০৩:৫৭, ১০ মার্চ ২০১৬

বাংলাদেশ ইন্ডিয়া কটন ফেস্ট শুরু ১২ মার্চ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারত থেকে তুলা আমদানি করতে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে বাংলাদেশের শিল্প মালিকদের। সমস্যার মধ্যে রয়েছে, পূর্ব ঘোষণা ছাড়াই তুলা রফতানি বন্ধ, অনেক ক্ষেত্রে প্রাপ্তিতে বিলম্ব বা না পাঠানোসহ প্রতিষ্ঠিত এলসি হওয়া সত্ত্বেও তাতে সম্মান না দেখানো। এসব সমস্যা নিরসনে আগামী ১২ মার্চ যৌথ আয়োজনে শুরু হচ্ছে ‘বাংলাদেশ ইন্ডিয়া কটন ফেস্ট ২০১৬’। রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এ ফেস্ট উদ্বোধন হবে। উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার দুপুরে রাজধানীর পান্থপথে বিটিএমএ কনফারেন্স রুমে ‘বাংলাদেশ ইন্ডিয়া কটন ফেস্ট’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানান আয়োজকরা। বাংলাদেশ কটন এ্যাসোসিয়েশন (বিসিএ) ও বাংলাদেশ টেক্সটাইল মিলস এ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও ইন্ডিয়ান কটন এ্যাসোসিয়েশন (বিসিএ) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বিটিএমএ সভাপতি তপন চৌধুরী জানান, নানা সমস্যা সত্ত্বেও ভারত আমাদের তুলা আমদানির একমাত্র উৎস। এর কারণ অতি দ্রুত সময়ে তুলা আমদানি, তুলার মান মোটামুটি সন্তোষজনক। বিশ্ব অর্থনীতি নিয়ে আইএমএফের হতাশা বিশ্ব অর্থনীতি লাইনচ্যুত হওয়ার মুখে পড়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। একই সঙ্গে এ নিয়ে হতাশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আইএমএফ জানিয়েছে, অর্থনৈতিক ঝুঁকির মুখ থেকে বিশ্বকে বাঁচাতে বৈশ্বিক চাহিদা বাড়াতে হবে। তার জন্য জরুরী পদক্ষেপ নেয়ার বিকল্প নেই। প্রতিষ্ঠানটির দ্বিতীয় সর্বোচ্চ কর্তা ডেভিড লিপটন জানান, মঙ্গলবার ওয়াশিংটনে বিশ্ব অর্থনীতির ঝুঁকির নানাদিক তুলে ধরা হয়েছে। যেখানে বিশ্ব অর্থনীতির দুর্বল অবস্থানের কথা বলা হয়েছে। মূলত প্রত্যাশার তুলনায় চীনের রফতানি ২৫ শতাংশ কমে যাওয়ার পর এই প্রথম সংস্থঅর প্রথম উপ-ব্যবস্থাপনা পরিচালক ডেভিড লিপটন এমন মন্তব্য করেন। এর আগে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি নিয়ে আগের পূর্বাভাস থেকে সরে আসে আইএমএফ। প্রতিষ্ঠানটি এ অর্থবছরের জন্য ৩.৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়। আগামী এপ্রিলে নতুন পূর্বাভাস দেয়ার কথা রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×