ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

১১ মার্চ থেকে রাজধানীতে গ্রিন ইনভেস্টমেন্ট সামিট

প্রকাশিত: ০৩:৪৪, ৭ মার্চ ২০১৬

১১ মার্চ থেকে রাজধানীতে গ্রিন ইনভেস্টমেন্ট সামিট

১১ মার্চ থেকে রাজধানীর শেরেবাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে বাংলাদেশ ইনোভেশন এ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো ও গ্রিন ইনভেস্টমেন্ট সামিট ২০১৬। রবিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এক্সপোনেট এক্সিবিশনের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক। তিনি জানান, এবারের প্রদর্শনীতে কোরিয়া, চীন, সিঙ্গাপুর, যুক্তরাজ্যসহ বিশ্বের ১৩টি দেশের ১৩০টি প্রতিষ্ঠান অংশ নেবে। স্টল থাকবে ২২০টি। এসব স্টলে কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাশ্রয়ী বৈদ্যুতিক যন্ত্রাংশসহ বিল্ডিং অটোমেশন সংশ্লিষ্ট বিভিন্ন শিল্পে উদ্ভাবিত আধুনিক মেশিনারিজ ও সেবা প্রদর্শন করা হবে। ১১ মার্চ শুরু হওয়া সামিট চলবে ১৩ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী ও সামিট সবার জন্য উন্মুক্ত থাকবে। -অর্থনৈতিক রিপোর্টার
×