ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাচা-ভাতিজার সংর্ঘষের ঘটনায় চাচার মৃত্যু

প্রকাশিত: ২০:৩৪, ২২ মে ২০২২

চাচা-ভাতিজার সংর্ঘষের ঘটনায় চাচার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির উঠোনে জমে থাকা বৃষ্ঠির পানি নিষ্কাশনের ঘটনার জেরে আপন চাচা-ভাতিজার মধ্যে সংর্ঘষের ঘটনায় বৃদ্ধ চাচা শাহ আলম (৬৭) এর মৃত্যু হয়েছে। তিনি শনিবার দিবাগত রাত দুইটার দিকে দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় পথে মারা যান। এঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহত শাহ আলম উপজেলার আমজানখোর ইউনিয়নের জুগিহার গ্রামে মৃত ফাইস উদ্দীনের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন বলেন, গত শুক্রবার সকালে ওই গ্রামের শাহ আলম তার বাড়ির উঠোনে (আঙিনায়) জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেন কাটছিলেন। এনিয়ে তার ভাতিজা মানারুল ইসলাম (৩৭) এর সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই চাচা ভাতিজা উভয় আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্য স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের দ্বিতীয় তলা থেকে শাহ আলমের ছেলে সোহেল রানা (৩৫) ভাতিজা মানারুলকে নিচে ফেলে দেয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে রেফার্ড করেন চিকিৎসক। এর মধ্যে শাহ আলমও বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে দিনাজপুর মেডিকেলে নিয়ে ভর্তি করেন তার পরিবার। সেখানেও তার অবস্থার অবনতি হলে শনিবার দিবাগত রাতে সেখানকার চিকিৎসক তাকেও রংপুরে রেফার্ড করেন এবং রংপুর নেওয়ার পথে রাত দুইটার দিকে তিনি মারা যান। উল্লেখ্য, জমিজমা নিয়ে তাদের দুই পক্ষের মধ্যে আগে থেকে বিরোধ চলছিল বলেও জানান ওসি। ওসি আরো বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
×