ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগের সদ্ব্যবহার করতে হবে ॥ ঢাবি উপাচার্য

প্রকাশিত: ২৩:৪২, ১৮ মে ২০২২

চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগের সদ্ব্যবহার করতে হবে ॥ ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী ‘ক্যারিয়ার ফেস্টিভ্যাল এ্যান্ড রিসার্চ ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেস্টিভ্যাল উদ্বোধন করেন। দিনব্যাপী এই ক্যারিয়ার ফেস্টিভ্যাল এ্যান্ড রিসার্চ ফেয়ারে দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান যুগোপযোগী শিক্ষা এবং জাতির চাহিদা অনুযায়ী প্রায়োগিক গবেষণা পরিচালনার ওপর গুরুত্বারোপ করে বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগসমূহের যথাযথ সদ্ব্যবহার করতে হবে। এ লক্ষ্যে আমাদের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। ঢাবিতে প্রাক-বাজেট সংলাপ ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার অন বাজেট এ্যান্ড পলিসির উদ্যোগে ‘বাজেট ২০২২-২৩: অতিমারী থেকে সমৃদ্ধির পথে অগ্রযাত্রা’ শীর্ষক প্রাক-বাজেট সংলাপ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা বাজেট বরাদ্দের ক্ষেত্রে বিদ্যমান ও উদীয়মান চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দিকে নজর দেয়ার তাগিদ দিয়েছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ প্রাক-বাজেট সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কোষাধ্যক্ষ ও সেন্টার অন বাজেট এ্যান্ড পলিসির চেয়ারম্যান অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
×