ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ইউপি সদস্যসহ সড়কে ঝরল ছয়জনের প্রাণ

প্রকাশিত: ২৩:২৩, ১৭ মে ২০২২

ইউপি সদস্যসহ সড়কে ঝরল ছয়জনের প্রাণ

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। তার মধ্যে দিনাজপুরের বিরল উপজেলায় ঝড়-বৃষ্টির সময় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া ভোলা সদর উপজেলায় অটোরিক্সা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থী, হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাকচাপায় ধান কাটার যন্ত্রের (কম্বাইন্ড হারভেস্টর) এক আরোহী এবং মাধবপুরে বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। দিনাজপুরের বিরল উপজেলায় ঝড়-বৃষ্টির সময় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। রবিবার রাত ১২টার দিকে বিরল-বোচাগঞ্জ সড়কের মঙ্গলপুর ইউনিয়নের রঘুনাথপুর চেয়ারম্যান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রানীশংকৈল উপজেলার নেকমরদ কারিগরি কলেজের অধ্যক্ষ নূহেদ আলমের ছেলে ও রানীশংকৈল কেন্দ্রীয় হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী নওয়াজিস তাসিন (১৫), হরিপুর উপজেলার ধর্মগড়ের ড. ওসমান গনির ছেলে ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থী সাদ ইবনে ওসমান (২৫) এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মঙ্গলপুর ইউপি সদস্য রাকিব হাসান (৩০)। তাসিন ও ওসমান সম্পর্কে দুই খালাতো ভাই। নিহতদের পরিবার জানায়, দুই ভাই একটি প্রাইভেটকারে দিনাজপুর থেকে রানীশংকৈলে বাড়ি ফিরছিল। পথে মঙ্গলপুর নামক স্থানে কারের জ্বালানি তেল ফুরিয়ে গেলে সেখানে কারটি রেখে মঙ্গলপুর ইউপি সদস্য রাকিবের মোটরসাইকেলে তিনজন উঠে কিছুদূরে পেট্রোল পাম্প থেকে তেল কিনে কারের দিকে ফিরছিল। পথে পিছনদিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে মোটরসাইকেলের আরোহী তিনজনই ঘটনাস্থলে নিহত হন। ভোলা ॥ সদর উপজেলার ইলিশা ঘরপোড়া এলাকায় অটোরিক্সা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মাইশা (১০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা ও ভাইসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরে পালানোর সময় ট্রলি চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত মাইশা সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামের মোঃ জসিম উদ্দিনের মেয়ে। সে গার্লস স্কুল এ্যান্ড কলেজের ৩য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। হবিগঞ্জ ॥ নবীগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় ধান কাটার যন্ত্র (কম্বাইন্ড হারভেস্টর) আরোহী সাইম মিয়া (২০) নামে এক যুকত নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কম্বাইন্ড হারভেস্টারটির চালক। সোমবার দুপুরে উপজেলার সাতাইহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইম মিয়া নবীগঞ্জের সাতাইহাল গ্রামের বাসিন্দা চুনু মিয়ার ছেলে। আহত হারভেস্টারের চালককে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের যমুনা কারখানার সামনে বাসের ধাক্কায় অতিরিক্ত রক্তক্ষরণে নিহত হয়েছেন সবিতা রানী (৩০) নামে এক নারী। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সবিতা রানী কুমিল্লার চান্দিনা উপজেলার মৈছাইল গ্রামের অনিল চন্দ্রের মেয়ে। ময়নাতদন্ত শেষে সোমবার সকালে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
×