ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় সরকারী জায়গায় দোকান নির্মাণ, ভেঙ্গে দিয়েছে প্রশাসন

প্রকাশিত: ১২:৫৯, ১২ মে ২০২২

হাতিয়ায় সরকারী জায়গায় দোকান নির্মাণ, ভেঙ্গে দিয়েছে প্রশাসন

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ নোয়াখালী হাতিয়ায় সরকারী জায়গায় ঘর নির্মাণ করে দোকান দেওয়ায় ভেঙ্গে দিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চরকিং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ২২ নং পুকুর পাড়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সহাকারী কমিশনার (ভূমি) বায়েজীদ বিন আখন্দের নেতৃত্বে একটি টিম এই উচ্ছেদ অভিযান করেন। জানাযায়, সরকারী খাস পুকুর পাড়ে ঘর নির্মাণ করে তাতে চায়ের দোকান দেয় একটি পক্ষ। স্থানীয় ভাবে এই সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও হাতিয়া থানা পুলিশের একটি টিম গিয়ে তা উচ্ছেদ করেন। উচ্ছেদের সংবাদ পেয়ে দোকানের মালিক পূর্বেই মামালামাল নিয়ে পালিয়ে যায়। পরে ভূমি অফিসের কর্মচারীরা স্থানীয় লোকজনের সহযোগীতায় ঘরের দরজা জানালা বেড়া খুলে নিয়ে আসে। স্থানীয়রা জানায়, এই পুকুরটি সরকারী খাস সম্পত্তি। দীর্ঘদিন থেকে সরকার এটি ইজারা দিয়ে আসছে। গত কয়েকদিন আগে এই পুকুর পাড়ে মো: তৈয়ব নামে একজন একটি ঘর নির্মাণ করে তাতে চায়ের দোকান খূলে বসে। বিষয়টি চারদিকে চড়িয়ে পড়লে ভ’মি অফিসের লোকজন এসে প্রথমে দেখে যায়। এদিকে হাতিয়ার বিভিন্ন অঞ্চলে বিশেষ করে বেড়ীবাঁদের উপর একটি গ্রুপ সরকারী জায়গায় ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছে। কিছু কিছু জায়গা ভূমি অফিসের লোকজনের সহযোগীতায় বন্দোবস্ত নিয়ে ভোগদখল করছে তারা। এব্যাপারে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বায়েজীদ বিন আখন্দ বলেন, সরকারী জায়গায় দখল করে যারা বাড়ী, ঘর ও ব্যবসা প্রতিষ্টান নির্মাণ করেছেন তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে হাতিয়ার বিভিন্ন অঞ্চলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। আমাদের জনবল সংকট থাকায় প্রতিদিন উচ্ছেদ অভিযান করা যাচ্ছেনা।
×