ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৮ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১

অপরিকল্পিত ভাবে পাথর উত্তোলনে তেঁতুলিয়ার মহানন্দায় ভাঙ্গন সৃষ্টি হয়েছে

প্রকাশিত: ১৩:৫৭, ১২ মার্চ ২০২২

অপরিকল্পিত ভাবে পাথর উত্তোলনে তেঁতুলিয়ার মহানন্দায় ভাঙ্গন সৃষ্টি হয়েছে

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ ভারতে উৎপত্তি হয়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়ায় ১৮ কিলোমিটার প্রবাহিত হয়েছে সীমান্ত নদী মহানন্দা। মহানন্দার স্রোতে ভেসে আসা নুড়ি পাথর এবং বালি উত্তোলন করে দীর্ঘ কয়েক যুগ ধরে নদী তীরবর্তী এলাকার প্রায় পঞ্চাশ হাজার শ্রমিক জিবিকা নির্বাহ করে আসছেন । কিন্তু অসাধু ব্যাবসায়িদের অপরিকল্পিতভাবে পাথর উত্তোলনের ফলে পর্যটন কেন্দ্রীক গড়ে ওঠা কিছু নান্দনিক স্থাপনা এবং নদীর তীর ভেঙ্গে যাওয়ায় বদলে যাচ্ছিল নদীর গতিপথ। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সম্প্রতি গুরুত্বপূর্ণ স্থাপনা ও নদীর তীর সংরক্ষণের স্বার্থে মহানন্দার ৫ কিলোমিটার এলাকার মধ্যে পাথর উত্তোলন বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ৮ মার্চ একটি চিঠির মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করে উপজেলা প্রশাসন। এতে বেকার হয়ে পড়েছে শ্রমিক ও ব্যবসায়ি। তারা পাথর উত্তোলনের দাবি তুলেছেন । এ নিয়ে এলাকায় উত্তেজনাও বিরাজ করছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহানন্দার তীরবর্তী এলাকায় পাথর উত্তোলনের ফলে পুরনো ডাক বাংলো ভবন, পিকনিক কর্ণার, কেন্দ্রীয় গোরস্থান, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, তেঁতুলিয়া থানা ভবন, পুরাতন বাজার, শিবমন্দির সহ প্রায় ৭শত একর আবাদি জমি ভেঙ্গে গিয়ে নদীর সাথে বিলীন হয়ে যাচ্ছে। ডাকবাংলো থেকে পুরাতন বাজার পর্যন্ত ৫ কিঃমি এলাকায় নদীর তীর সংরক্ষণের জন্য পানি উন্নয়ন বোর্ডের ১২’শ কোটি টাকা ব্যায়ে নির্মিত সিসি ব্লক দিয়ে নির্মিত বাঁধটিও ক্ষতিগ্রস্ত হয়ে হুমকির মুখে পড়েছে। এভাবে অপরিল্পিত পাথর উত্তোলন চলতে থাকলে মহানন্দা নদীতে ভাঙ্গন সৃষ্টি হবে। অদুর ভবিষ্যতে মুল শহরও হুমকির মুখে পড়বে। অন্যদিকে নদী হারিয়ে ফেলছে প্রাকৃতিক সৌন্দর্য্য। সীমান্ত নদী হওয়ায় এই নদীর তীর রক্ষা করার জন্য বিজিবির গুরুত্বপুর্ণ ভূমিকা রয়েছে। উপজেলা প্রশাসনের অভিযোগ পাথর উত্তোলন বন্ধের নির্দেশনার চিঠি সরাসরি পাঠানো হলেও অদৃশ্য কারণে গ্রহণ করেননি বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তেঁতুলিয়া কোম্পানী সদর। পরে হোয়াটসএ্যাপে ম্যাসেজ দেয়া হয়। তবে বিজিবি বলছে এখনো তারা কোন চিঠি পাননি । এদিকে পাথর উত্তোলন বন্ধের কারনে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পাথর শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছে। এলাকার পাথর শ্রমিক ও ক্ষুদ্র পাথর ব্যবসায়ীরা স্থানীয় জন প্রতিনিধি সহ প্রশাসনের নিকট মহানন্দা নদীর মধ্যবর্তী স্থানে পাথর উত্তোলণ চালু রাখার জন্য দাবী জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা বলেন, মহানন্দা নদীতে অপরিকল্পিত ভাবে তীর ঘেঁষে পাথর উত্তোলনের ফলে তীর সংরক্ষণ বাঁধের একাধিক স্থানে ফাটল ধরেছে। কোথাও কোথাও বিভিন্ন স্থাপনা নদীতে ভেঙ্গে পড়েছে। এই সীমানার মধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনা ও সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার জন্য সীমান্ত ঘেষে ১৮ কিলোমিটার বহমান মহানন্দা নদীর মাত্র ৫ কিঃমি এলাকায় পাথর উত্তোলন বন্ধ ঘোষণা করা হয়েছে। বাকি এলাকা উন্মুক্ত রাখা হয়েছে। স্বাধীনতার তীর্থ ভূমি ৭১ এর মুক্তাঞ্চল তেঁতুলিয়া ডাকবাংলোসহ পর্যটন নগরী তেঁতুলিয়ার ইতিহাস এবং ঐতিহ্য সংরক্ষনের স্বার্থে এটি বিবেচনা করে সকলের সাথে কথা বলে এই সীদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
×