ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন ॥ স্বামী-স্ত্রী আটক

প্রকাশিত: ০০:৪৫, ২৯ জানুয়ারি ২০২২

বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন ॥ স্বামী-স্ত্রী আটক

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ ॥ মানিকগঞ্জে বস্তাবন্দী উদ্ধার হওয়ার অজ্ঞাত নারী হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। হত্যাকান্ডের প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নিহতের পরিচয়ও নিশ্চিত করেছেন সিঙ্গাইর পুলিশ। শুক্রবার মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এক প্রেসব্রিফিংয়ে মার্জিনা আক্তার হত্যার রহস্য উন্মোচন ও ১১ দিনের মাথায় হত্যাকান্ডের প্রধান আসামি মাসুদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লা জানান, সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম গ্রামের মোশারফ হোসেনে মেয়ে মার্জিনা আক্তার (৩০) স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর বেশ কিছুদিন ধরে একাই ঢাকায় থাকতেন। ঢাকার মীরপুরে মাসুদের ভাড়া করা বাসায় সাবলেট হিসেবে ভাড়া থেকে মার্জিনা আক্তার ডেন্টাল হাসপাতালে কাজ শিখছিলেন। জরুরী টাকার প্রয়োজন হওয়ায় মার্জিনা তার স্বর্ণালঙ্কার মাসুদকে দেন বন্ধক রেখে টাকা এনে দেয়ার জন্য। মাসুদ ওই সব স্বর্ণালঙ্কার বন্ধক না রেখে তা বিক্রি করে মার্জিনাকে বলে স্বর্ণালঙ্কার বন্ধকী রেখে ২০ হাজার আনা হয়েছে। মর্জিনা টাকা গ্রহণ করে। ডিসেম্বর মাসে মার্জিনা ২০ হাজার টাকা মাসুদকে ফেরত দিয়ে তার গচ্ছিত স্বর্ণালঙ্কার দাবি করেন। এনিয়ে গত ২৪ ডিসেম্বর সকালে মার্জিনার সঙ্গে মাসুদের কথা কাটাকাটির এক পর্যায়ে মার্জিনাকে গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, ১১ দিন পুলিশ পরিশ্রম করে ক্লুলেস এই হত্যাকান্ডের প্রধান আসামি গ্রেফতারসহ নিহতের পরিচয় নিশ্চিত করেছেন। আসামিদের ১৬৪ ধারার জবানবন্দীর জন্য আদালতে তোলা হবে।
×