ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

উচ্চপদস্থদের কণ্ঠ নকল করে তদবির করত শেখর

প্রকাশিত: ২৩:৩৭, ২৮ জানুয়ারি ২০২২

উচ্চপদস্থদের কণ্ঠ নকল করে তদবির করত শেখর

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস, সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তাসহ উচ্চপদস্থদের পরিচয় ব্যবহার করে বিভিন্ন জায়গায় তদবির পাঠাত চন্দ্রশেখর মিস্ত্রি (৪২)। কোন কর্মকর্তার পরিচয় ব্যবহার করার আগে, তার কণ্ঠ নকল করার প্র্যাকটিস করত সে। কথাও বলত আসল কর্মকর্তার মতোই অবিকলভাবে। এভাবে প্রতারণা করার পাশাপাশি সরকারী-বেসরকারী চাকরিতে নিয়োগ, বদলি, স্কুল কলেজে ভর্তি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাঠানো, গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ পাস ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেয়ার কথা বলে শতাধিক লোকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক। অভিনব পন্থায় প্রতারণা চালিয়ে যাওয়া চন্দ্র শেখরকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার। গত বুধবার রাজধানীর তেজগাঁওয়ে নাজনীনবাগ এলাকা থেকে চন্দ্র শেখর মিস্ত্রিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন চাকরি প্রার্থীর সিভি, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞপ্তি, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের বদলির আবেদন, সরকারী স্কুল-কলেজের ভর্তির আবেদন, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম, একাধিক সিল, ৬টি মোবাইল, ৪টি ডেবিট কার্ড ও বিভিন্ন ব্যাংকের চেক জব্দ করা হয়।
×