ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমজাদ হোসেন ও ক্যাপ্টেন মোয়াজ্জেমের বিরুদ্ধে টাকা আত্মসাত মামলা

প্রকাশিত: ২১:০৩, ১৮ জানুয়ারি ২০২২

আমজাদ হোসেন ও ক্যাপ্টেন মোয়াজ্জেমের বিরুদ্ধে টাকা আত্মসাত মামলা

স্টাফ রিপোর্টার ॥ সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এসবিএসি) সাবেক চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন ও পরিচালক ক্যাপ্টেন (অব) মোয়াজ্জেম জাল কাগজে ১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব মাহবুব হোসেন একথা বলেন। দুদক সচিব জানান, এসবিএসি ব্যাংকের বিজয়নগর (তৎকালীন মতিঝিল) শাখার ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্রতারণার মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে কোনরূপ যাচাই-বাছাই ছাড়াই রাফি মাহি কর্পোরেশন নামীয় কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয় কর্তৃক ঋণ অনুমোদনের পূর্বেই এসএম আমজাদ হোসেন ১২ কোটি ১১ লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলনপূর্বক আত্মসাত করেন ও পরবর্তীতে, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে তা পাচার করে শাস্তিযোগ্য অপরাধ করায় মামলা করে দুদক।
×