ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পটিয়ায় উপজেলা ছাত্রলীগের ইউনিট কমিটি বিলুপ্ত

প্রকাশিত: ০০:০৪, ১২ জানুয়ারি ২০২২

পটিয়ায় উপজেলা ছাত্রলীগের ইউনিট কমিটি বিলুপ্ত

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের পটিয়ায় ছাত্রলীগের ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিলুপ্তির কারণ হিসেবে দীর্ঘদিন থেকে কমিটিগুলো নিষ্ক্রিয় এবং কমিটির অনেকে চাকরিতে চলে যাওয়া, মেয়াদোত্তীর্ণ ও সংগঠনের গতিশীলতা আনতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল সাকের সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ জানে আলম, ইনতিসার ইবনে সেলিম, এম শওকত হোসেন, আনিসুল ইসলাম চৌধুরী, মিনহাজুল আবেদীন মুন্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। জানা গেছে, কাশিয়াইশ ইউনিয়ন, ভাটিখাইন ইউনিয়ন, ধলঘাট ইউনিয়ন, কেলিশহর ইউনিয়ন, হাইদগাঁও ইউনিয়ন, কচুয়াই ইউনিয়ন, খরনা ইউনিয়ন, শোভনদ-ি ইউনিয়ন, মনসা স্কুল এ্যান্ড কলেজ শাখা, ধলঘাট স্কুল এ্যান্ড কলেজ শাখা, মুজাফরাবাদ স্কুল এ্যান্ড কলেজ শাখা, ইউনিয়ন কৃষি স্কুল এ্যান্ড কলেজ শাখা, শোভনদ-ী স্কুল এ্যান্ড কলেজ শাখা বিলুপ্ত ঘোষণা করা হয়। এর আগে ৬টি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ও ২টি কলেজ কমিটি বিলুপ্ত করা হয়েছিল। পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল সাকের সিদ্দিকী নিশ্চিত করে জানিয়েছেন, সংগঠনের গতি আনতে উপজেলা ছাত্রলীগের ইউনিট কমিটি বিলুপ্ত করা হয়েছে।
×