ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-কানাডা’র জাতির পিতার নামে বিশ্বমানের কৃষি প্রযুক্তি কেন্দ্র হচ্ছে

ব্রি পরিদর্শনে কানাডা প্রতিনিধিদল

প্রকাশিত: ২১:০৬, ৯ ডিসেম্বর ২০২১

ব্রি পরিদর্শনে কানাডা প্রতিনিধিদল

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ক্যাম্পাসে বাংলাদেশ ও কানাডা এ দু’দেশের জাতির পিতার নামে বিশ্বমানের একটি কৃষি প্রযুক্তি কেন্দ্র স্থাপন হতে যাচ্ছে। বাংলাদেশ সরকারের সহযোগিতায় ‘বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র’ নামের এ প্রযুক্তি কেন্দ্রটি স্থাপন করবে কানাডার ইউনিভার্সিটি অব সাসকোচোয়ান এর গ্লোবাল ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটি (জিআইএফএস)। এর অংশ হিসেবে বৃহষ্পতিবার কানাডা’র উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ‘ব্রি’ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে প্রতিনিধি দলটির সঙ্গে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং দেশের খাদ্য নিরাপত্তা টেকসই করতে নার্সভুক্ত ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ব্রি’র প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ আলোচনা সভায় কানাডার ওই ইউনিভার্সিটির জিআইএফএস এর বঙ্গবন্ধু রিচার্স চেয়ার ইন ফুড সিকিউরিটি মি. অ্যান্ড্রিু শার্প, জিআইএফএস এর ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট ম্যানেজার হাসান পারভেজ আহমেদ ও ন্যাশনাল রিসার্চ কাউন্সিল (এনআরসি) এর রিসার্চ সায়েন্টিস্ট পঙ্কজ ভৌমিক এবং ব্রি’র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবির, পরিচালক (প্রশাসন) ড. মো. আবু বকর ছিদ্দিক ও পরিচালক (গবেষণা) ড. মো. খালেকুজ্জামান উপস্থিত ছিলেন। এ উদ্যোগটি বাংলাদেশের দরিদ্র, প্রান্তিক এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য খাদ্য নিরাপত্তাহীনতার কাঠামোগত কারণগুলো চিহ্নিত এবং মোকাবেলা করবে। গুরুত্বপূর্ণ কারণগুলো যেমন- জলবায়ু সহনশীল জাতগুলোর উন্নয়ন, মাটির গুণাগুণ এবং স্বাস্থ্য, ভূ-গর্ভস্থ পানি ব্যবস্থাপনা, খাদ্যের অপচয় কমানো এবং বাজারজাত যোগ্য খাদ্য পণ্যের বিকাশে এবং সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে। ব্রি’র মহা পরিচালক ড. মো. শাহজাহান কবীর এ ব্যাপারে বলেন, প্রস্তাবিত কৃষি প্রযুক্তিকেন্দ্র ব্রি-তে প্রতিষ্ঠিত হলে টেকসই খাদ্য নিরাপত্তা সংক্রান্ত গবেষণা ও উন্নয়ন, শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর কর্মসূচিতে নতুনমাত্রা যোগ হবে। ধান বাংলাদেশের প্রধান ফসল। চালের নিরাপত্তা এখানে খাদ্য নিরাপত্তার সমার্থক। ‘বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র’ প্রতিষ্ঠার জন্য আমরা মাননীয় কৃষি মন্ত্রীর সম্মতিতে ব্রি-তে প্রয়োজনীয় জায়গা ও সুবিধাদি দিতে প্রস্তুত আছি। তিনি আরো বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জনসংখ্যা আড়াইগুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু এ সময়ে ধানের উৎপাদন সাড়ে তিনগুণেরও বেশী বৃদ্ধি পেয়েছে, যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন কৃষিবান্ধব সরকারের দৃঢ় সমর্থন ও দেশের বিজ্ঞানী, সম্প্রসারণ এজেন্ট এবং কৃষকদের সাফল্যের গল্প প্রতিফলিত করে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এই অসাধারণ সাফল্যের গল্পের অন্যতম অংশীদার।
×