ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রায়পুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৪:২৫, ৮ ডিসেম্বর ২০২১

রায়পুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুরে বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে এক বৃদ্ধের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম দেলোয়ার হোসেন (৬০)। উপজেলার বামনী ইউনিয়নের উত্তর বামনী গ্রামের পাঠান বাড়ির বাসিন্দা তিনি। ধারণা করা হচ্ছে সকালে যেকোনো সময় ফাঁস দেওয়া হয়েছিল। দেলোয়ার হোসেনের স্ত্রী হাছিনা বেগম (৫২) বলেন, আমার দু’চোখ অন্ধ। ছেলে মোঃ মামুন প্রবাসে থাকেন। পুত্রবধূ সাথী আক্তার বসবাস করেন কেরোয়া গ্রামের পিত্রালয়ে। ঘরে আমরা দু’জন থাকি। আমার ও প্রতিবেশী কয়েকজনের নামে প্রায় ৭ লাখ টাকা ঋণ নেন আমার স্বামী। মঙ্গলবার দুপুরে এ নিয়ে কথা কাটাকাটির জের ধরে তিনি আমাকে খুব মারধর করেন। খবর পেয়ে ভাবীরা এসে আমাকে পিত্রালয়ে নিয়ে যান। সকালে প্রতিবেশীদের নির্মাণ কাজের শ্রমিকরা এসে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে আমিও বাড়িতে আসি। হতাশাগ্রস্ত হয়েই তিনি এমনটি করছেন বলে আমরা ধারণা করছি। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বৃদ্ধের মেয়ে ফারজানা আক্তার পলি বাদি হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
×